তৃণমূল এখন পিকেমূল’, সাংবাদিক সম্মেলন ডেকে সপুত্র দল ছাড়লেন পুরুলিয়ার চেয়ারম্যান

বাংলাহান্ট ডেস্ক : পুরভোটে টিকিট দেয়নি দল। সেই অভিযোগে রীতিমতো সাংবাদিক সম্মেলন করে তৃণমূল ছাড়লেন পুরুলিয়ার বাবা-ছেলে। গতকালই রাজ্যের ১০৮ টি পুরসভার মধ্যে ১০৭টিতে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। আর সেই তালিকা প্রকাশের পর থেকে ঝঞ্ঝাট যেন পিছু ছাড়ছেই না ঘাসফুল শিবিরের। কোথাও কর্মীদের অবরোধ-বিক্ষোভ, কোথাও আবার ফেসবুক লাইভে কান্নাকাটি। এবার সাংবাদিক সম্মেলন ডেকে তৃণমূল ত্যাগ করলেন পুরুলিয়া পুরসভার বিদায়ী চেয়ারম্যান শামিম দাদ খান এবং তাঁর ছেলে পুরুলিয়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোহেল দাদ খান। তাঁদের অভিযোগের তীর সরাসরিই আইপ্যাক কর্তা প্রশান্ত কিশোরের দিকে।

শনিবার পুরুলিয়া শহরে নিজেদের প্রসাদোপম বাড়ি খান কটেজেই সাংবাদিক সম্মেলন ডাকেন তাঁরা। সেখানে বর্ষীয়ান নেতা শামিম জানান, ‘প্রার্থী না করার ব্যাপারে কিছুই জানায়নি দল। যা শুনলাম সবটাই নাকি প্রশান্ত কিশোরের (পিকে) কথায় হয়েছে। এই পিকেমূলে আমি আর থাকতে চাই না।’ একই বক্তব্য ছেলে সোহেলেরও। তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন তাঁরা। শামিমের ছোট ছেলে শাকিলও পুরুলিয়া যুব তৃণমূলের সাধারণ সম্পাদক পদ ছাড়ছেন বলেই খবর।

শামিম খান জানিয়েছেন, তৃণমূল ছেড়ে এবার মানুষের দরজায় দরজায় যাবেন তিনি। মানুষ তাঁকে রাখলে থাকবেন তিনি। নাহলে বসে যাবেন। তবে তাঁর এভাবে দল ছাড়ার পর জোরদার হচ্ছে বিজেপিতে যোগদানের জল্পনা।

গতকাল প্রার্থীতালিকা প্রকাশ করার পর থেকেই বিড়ম্বনায় তৃণমূল। প্রসঙ্গত, গতকাল রাতে ফেসবুক লাইভে এসে কেঁদে ভাসিয়েছেন চন্দ্রকোনার তৃণমূল নেতা তাপস ঘোষ। লাইভে এসে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে তাঁকে বলতে শোনা যায় ‘কুকুর নই আমি। টাকা দিতে পারিনি বলে টিকিট পেলাম না’ ‘। দল ছাড়ার ইঙ্গিত দিয়েছেন পুরোনো এই তৃণমূল নেতাও। এহেন পরিস্থিতিতে কর্মীদের লাগাতার বিক্ষোভ এবং অসন্তোষ যে পুরভোটে সমস্যায় ফেলতে পারে দলকে, সেরকমই মত পর্যবেক্ষকদের।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর