‘কুকুর নই আমি, ভালোবেসে দল করেছি’, টিকিট না পেয়ে ফেসবুক লাইভে বুক ফাটা কান্না তৃণমূল কর্মীর

বাংলাহান্ট ডেস্ক : গতকাল পুরভোটের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই বিড়ম্বনায় তৃণমূল। প্রকাশিত প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ তুঙ্গে রাজ্য জুড়ে। কোথাও চলছে বিক্ষোভ অবরোধ, কোথাও আবার আবার দল ছাড়ার হুমকি। এরই মধ্যে স্যোশাল মিডিয়ায় ভাইরাল হল টিকিট না পাওয়া এক তৃণমূল কর্মীর অভিমানে বুকভাঙা কান্না। ‘আমি কুকুর নই’ বলেও অনুযোগ জানাতে দেখা যায় তাঁকে।

পশ্চিম মেদিনীপুরের, চন্দ্রকোনা ১ ব্লকের ক্ষীরপাই শহর যুব তৃণমূল কংগ্রেসেরব সভাপতি তাপস ঘোষ। এতদিন ধরে নিষ্ঠার সঙ্গে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করে এসেছেন। আশা করেছিলেন এবার পুরভোটে তাঁকেই প্রার্থী করবে দল। কিন্তু তাপসের আশা ভঙ্গ হয় শুক্রবার সন্ধ্যেতেই। তারপরই তাঁর নামে থাকা ফেসবুক পেজ ‘তাপস ঘোষ ফ্যান ক্লাব’ থেকে লাইভে আসেন তিনি৷ সেখানেই রীতিমতো কান্নাকাটি করতে দেখা যায় তাঁকে। সেই লাইভে দলের বিরুদ্ধে কার্যতই ক্ষোভ এবং হতাশা উগরে দেন তাপস।

লাইভে তাঁকে বলতে শোনা যায়, ‘চাষির বাড়ির ছেলে আমি। অর্থনৈতিক অবস্থাও অত্যন্ত খারাপ।২০০৯ সাল থেকে ছাত্র পরিষদের সভাপতি। এতদিন ধরে দলে থাকার কারণে বিধানসভা, লোকসভা, ব্লকের দায়িত্ব পালন করেছি। এখন টাকার বিনিময়ে কিছু স্বার্থলোভী মানুষ হয়ত দলকে সাহায্য করছে। তবুও আমি চাই দল বাঁচুক। বিগত দিনে তৃণমূল করে দলে চাকরি পেয়েছিল সিপিএম, বিজেপির দালালরা। আমরা বরাবর ভালোবেসেই দল করেছি। কুকুর নই আমি। আজ শুধু টাকা দিতে পারিনি বলে টিকিট পেলাম না। আগামী দিনে দলের পাশে থাকতে পারব না। কারণ আমাকে কর্মজগতে প্রবেশ করতে হবে। পরিবারকে দেখতে হবে। দল ভাল থাকুক। আর আমার যারা খারাপ চায়, তারা যেন মারা যায়।’।

tmc tapash ghosh 1

পুরভোটের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে চলা কর্মীদের অসন্তোষ এবং বিক্ষোভে অস্বস্তিতে শাসক দল। এরই মধ্যে ফেসবুক লাইভে কেঁদে ভাসালেন তাপস ঘোষ। আসন্ন পুরভোট এবং চব্বিশের লোকসভা ভোটে কর্মীদের এই অসন্তোষ যে বিরূপ প্রভাব ফেলবে দলে। বিপুল সংখ্যক কর্মী দল থেকে মুখ ফেরালে বাংলায় যে তৃণমূলের ভিতই নড়বড়ে হবে, এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর