গুন্ডাদের সঙ্গে নিয়ে যুদ্ধ ঘোষণা করেছে তৃণমূলের সরকার: রবিন দেব

রাজীব মুখার্জী, হাওড়া:এভাবেই বামফ্রন্টের নেতা রবিন দেব আক্রমণ করলেন রাজ্য সরকারকে। আজ হাওড়া হাসপাতালে এসে আহত অবস্থায় ভর্তি বামপন্থী কর্মীদের দেখতে এসে এভাবেই আক্রমণ করলেন তিনি। তিনি বলেন পুলিশকেও নিরাপত্তা দিতে ব্যর্থ এই সরকার। যে পুলিশ টেবিলের তলায় আশ্রয় নেয়, চোখের জলে ভাসায় সেই পুলিশকেই আজকে গণতান্ত্রিক আন্দোলনের বিরুদ্ধে ব্যবহার করা হলো। এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।

সরকারের স্বৈরাচারী মনোভাব তার ব্যবহারের মধ্যে দিয়ে স্পষ্ট। তিনি আরো জানান ইতিমধ্যে রাজ্য বামফ্রন্ট কর্মসূচি ঘোষণা করেছেন। ছাত্র যুবরাও আলোচনায় বসেছেন। তাদের কর্মসূচি তারা ঘোষণা করবেন। তিনি দাবি করেন শতাধিক কর্মীরা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

তার মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি। তিনি আরো বলেন যেভাবে ছাত্র যুবরা পুলিশের পোশাক পরা গুন্ডা বাহিনীর মোকাবিলা করেছে তা দৃষ্টান্ত হয়ে থাকবে সারা দেশের কাছে। শুধু আহত নয় ২৪ জন মতো কর্মী শিবপুর ও হাওড়া থানায় আটক হয়ে রয়েছে। এটাই এখন পশ্চিমবঙ্গের রীতি যারা আক্রমণ করেছে তারা খোলা ঘুরে বেড়াচ্ছে আর যারা মার খেলো তাদের আটক করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত আধিকারিক বলছেন তাদের ছাড়ার নির্দেশ এলে তাদের ছেড়ে দেওয়া হবে।

সম্পর্কিত খবর