‘আমরাই আসল কংগ্রেস”, সোনিয়া-রাহুলের দলকে পচা ডোবা বলে আক্রমণ তৃণমূলের

বাংলা হান্ট ডেস্কঃ একুশে নির্বাচনে জয়ের পর বিজেপিকে দিল্লি থেকে উৎখাত করতে তৎপর হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। চব্বিশে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী পদ থেকে সরাতে এখন থেকেই প্রস্তুতি শুরু করেছে তৃণমূল। কংগ্রেস সহ বিজেপি বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে চলছে যোগাযোগও। অন্যদিকে তৃণমূলের রণনীতিকার প্রশান্ত কিশোর লোকসভা নির্বাচনের আগে সমস্ত বিরোধী দলগুলিকে এক ছাদের তলায় আনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তবে এই প্রচেষ্টার মাঝে আগামী শরিক কংগ্রেসকেই বারবার ভাঙছে ও আক্রমণ করছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে কংগ্রেসের অনেক প্রভাবশালী নেতা-নেত্রীরা তৃণমূলে যোগ দিয়েছেন। আবার কয়েকজনের সঙ্গে যোগাযোগও চলছে বলে জানা গিয়েছে। জোটের আগেই কংগ্রেসকে ভেঙে নিজেদের শক্তি বৃদ্ধি করা তৃণমূল এবার কংগ্রেসকে তুমুল আক্রমণ করে রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিল।

দলীয় মুখপত্র ‘জাগো বাংলা” পত্রিকায় নিজেদের অবস্থান স্পষ্ট করল তৃণমূল। জাগো বাংলায় প্রকাশিত একটি প্রতিবেদনে কংগ্রেসকে পচা ডোবা বলে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি এও দাবি করা হয়েছে যে, তৃণমূলই এখন আসল কংগ্রেস।

উল্লেখ্য, কয়েকদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে আক্রমণ করে বলেন যে, ভারতের জাতীয় কংগ্রেস বিজেপিকে রুখতে ব্যর্থ হয়েছে। অভিষেক এও দাবি করেছিলেন যে, কংগ্রেস কেন্দ্রীয় এজেন্সির ভয়ে গুটিয়ে গিয়েছে। কংগ্রেস সব জায়গায় বিজেপির কাছে হারছে আর তৃণমূল সব জায়গায় বিজেপিকে হারাচ্ছে। অভিষেকের ওই বয়ানের পর খোদ মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে কংগ্রেসের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। আর এরপর এখন জাগো বাংলার প্রতিবেদন নিয়ে ফের হুলস্থূল বাঁধল দুই দলের মধ্যে।

তবে জাগো বাংলায় কংগ্রেসকে পচা ডোবা বলে অভিহিত করলেও তাঁরা কংগ্রেসকে ছাড়া যে জোট করার কথা ভাবছে না, সেটাও স্পষ্ট করেছে তৃণমূল। শাসক দলের তরফ থেকে বলা হয়েছে, কংগ্রেসকে বাদ দিয়ে আমরা জোটের কথা ভাবছি না, কিন্তু পরপর দুটি লোকসভায় কংগ্রেসের ব্যর্থতার কারণেই বিজেপি সুবিধা পেয়ে গিয়েছে। আর তাঁর পুনরাবৃত্তি হতে দেওয়া যায় না।

তৃণমূল জাগো বাংলায় লিখেছে, বাংলায় যদি আসল কংগ্রেস তৃণমূল হতে পারে, তাহলে আগামী দিনে গোটা দেশেও তৃণমূলও আসল কংগ্রেস হয়ে লড়াই করবে। তৃণমূল সরাসরি হুঁশিয়ারির সুরেই বলেছে, কংগ্রেস আত্মবিশ্লেষণ না করলে চব্বিশের যুদ্ধে বাকি অবিজেপি দলকে নিয়ে তাঁরা নিজেদের দায়িত্ব পালন করবে।


Koushik Dutta

সম্পর্কিত খবর