দায় ঝাড়ল তৃণমূল! ‘ও কী করেছে, তার জন্য দল কেন…’ জ্যোতিপ্রিয়কে নিয়ে বিস্ফোরক কাকলি

বাংলা হান্ট ডেস্ক: জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick) সঙ্গে কি ধীরে ধীরে দূরত্ব বাড়াচ্ছে তৃণমূল (TMC)? এমনটাই জল্পনা শুরু হয়েছে। এবার জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে মুখ খুললেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar)। তিনি বলেন, ব্যক্তি জ্যোতিপ্রিয় মল্লিক কী করেছেন, তার জন্য দলের ভাবমূর্তি কেন নষ্ট হবে?’

যদিও এদিন জ্যোতিপ্রিয়র গুণগানও গেয়েছেন কাকলি। তৃণমূল সাংসদ বলেন, ‘অবশ্যই তিনি সরকারের মন্ত্রী। কিন্তু আপনারা কি জানেন তিনি ডিজিটাল রেশন কার্ডের জন্য কীভাবে কাজ করেছেন? কীভাবে তাঁরা এক কোটি ভুয়ো রেশন কার্ড (Ration Card) বাতিল করেছেন? তাঁরা চেষ্টা করেছিলেন কৃষকের থেকে ধান সংরক্ষণের। এটা সবুজ বিপ্লব মাথায় রাখবেন।’

তবে এরপরই দল এবং জ্যোতিপ্রিয়কে আলাদা করার চেষ্টা করেন কাকলি। তিনি বলেন, ‘ওটা ওঁর পার্সোনাল ক্যাপাসিটিতে করেছেন। ব্যক্তি জ্যোতিপ্রিয় মল্লিক কী করেছেন তার জন্য দলের ভাবমূর্তি কেন নষ্ট হবে?’

এই মন্তব্যের মাধ্যমে কি তৃণমূল থেকে জ্যোতিপ্রিয়কে আলাদা করার চেষ্টা? এই নিয়ে তৃণমূল সাংসদ বলেন, ‘প্রত্যেক বছরই বিজয়া সম্মিলনী করা হয় এবং একেবারে বুথ স্তরের কর্মীদের নিয়েই করা হয় এবং সমস্যা যখন আমরা ফেস করব তখন বুঝতে পারব সমস্যা হয় কি না। এখনও অবধি কোনও সমস্যা নেই।’

jyotipriya ed

উল্লেখ্য, জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডির (ED) হানার সঙ্গে সঙ্গেই তাঁর পাশে দাঁড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। ‘বালু রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার’ বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তবে তাঁর দলেরই মন্ত্রী-সাংসদেরা কিছুটা হলেও জ্যোতিপ্রিয়র সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন। এই পরিস্থিতিতে কাকলির মন্তব্যও যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Monojit

সম্পর্কিত খবর