শুভেন্দুর পাল্টা কুণাল, ডিসেম্বরের বদলে জানুয়ারির তারিখ ঘোষণা তৃণমূল মুখপাত্রের! তুঙ্গে জল্পনা

বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত ভোট পূর্বে লাগাতার শাসক-বিরোধী তরজায় উত্তপ্ত বাংলার মাটি। বিগত কিছুদিন ধরে বিরোধী দলের হুঁশিয়ারির শীর্ষে রয়েছে ডিসেম্বর ডেডলাইন। আর এবার সেই ইস্যুর মধ্যেই বঙ্গ রাজনীতিতে নতুন ট্রেন্ড ” তারিখ রাজনীতি”। এতদিন ছিল ডিসেম্বর পলিটিক্স এবার তাতে নতুন মাত্রা যোগ করল তারিখের রাজনীতি।

এবার রীতিমতো তারিখ ধরে ধরে হুঁশিয়ারি, পাল্টা হুঁশিয়ারি চলছে বঙ্গ রাজনীতির দরবারে। শনিবারই ডিসেম্বরের তিন তারিখ বেঁধে বিরোধী দলনেতার মুখে শোনা গিয়েছে কড়া হুঁশিয়ারি। সম্প্রতি বিধানসভার সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) বলতে শোনা যায়, “১২, ১৪, ২১ তিনটে দিন খুব গুরুত্বপূর্ণ। ওয়েট অ্যান্ড ওয়াচ।” কি ঘটতে পারে এই তিন দিন! সেই দিকে মুখিয়ে রয়েছে গোটা বঙ্গবাসী। অন্যদিকে এরই মধ্যে আবার সামনে এল নতুন তারিখ। আর এবার ‘ভবিষ্যৎবাণী’ শোনা গেলো তৃণমূল তরফে। শুভেন্দু অধিকারীর পাল্টা তারিখ বেঁধে দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)।

কোন তারিখ নিয়ে ভবিষ্যৎবাণী করলেন তৃণমূল মুখপাত্র ? শনিবার নিজের টুইটার থেকে কুণাল ঘোষ লেখেন, ‘ট্রেনি জ্যোতিষি বেশ কিছু তারিখের কথা বলেছেন। এবার আমিও তারিখ, সময়ের উল্লেখ করছি। নাম করা একজন জ্যোতিষির কাছ থেকে আমি এই তথ্য পেয়েছি। তিনি বলেছেন, ডিসেম্বরে উল্লেখযোগ্য তেমন কোনও তারিখই নেই। তবে বিয়ের তারিখ আছে। তবে ২ জানুয়ারি দিনটা খুবই গুরুত্বপূর্ণ। ০২.০১.২০২৩, বেলা ১২টা।’

kunal ghosh

আর কুণালের এই পাল্টা তারিখ মন্তব্যের পরই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে বঙ্গ রাজনীতির অন্দরে। কি ঘটতে পারে এই দিনগুলিতে? শাসক-বিরোধী হেভিওয়েট সব নেতাদের মুখে বারবার কেন তারিখ বুলি! সেই নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। তবে কি মুনি, ঋষিদের ভবিষ্যৎবাণীর মতো এদের করা তারিখ ভবিষ্যৎবাণীও কোনো বড়োসড়ো তান্ডব ডেকে আনবে রাজনীতির আঙিনায়? সেটাই এবার দেখার বিষয়।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর