‘শিক্ষিত ছেলে হোলটাইমার হলে …’, CPM আমলে সুপারিশে নিয়োগ চক্র ফাঁস প্রাক্তন বাম মন্ত্রীর

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি (SSC Scam) নিয়ে ধুন্ধুমার দশা রাজ্যে। বিগত কিছুমাস ধরে শিক্ষক কেলেঙ্কারিতে একের পর এক তৃণমূল নেতা-মন্ত্রীর নাম জড়ানোর যথেষ্টই অস্বস্তিতে শাসকদল। নিজেদের ওপরে ওঠা অভিযোগ সরিয়ে পাল্টা বাম জমানায় নিয়োগে দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলছে তৃণমূল। এই আবহেই এবার বাম জামানায় চাকরি দেওয়া প্রসঙ্গে মুখ খুললেন তৎকালীন বাম নেতা তথা বর্তমান তৃণমূল নেতা রেজ্জাক মোল্লা (Abdur Razzak Molla)।

গত বছর নিয়োগ দুর্নীতি সামনে আসার পরই বাম শাসনকালের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিল তৃণমূল। মুখ্যমন্ত্রীও একাধিকবার এই প্রসঙ্গে মন্তব্য করেন। তৃণমূল সুপ্রিমোর পথ অনুসরণ করেই সম্প্রতি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও একই অভিযোগ তুলে সরব হন। যা নিয়ে রীতিমতো শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

এরই মাঝে বাম আমলের চাকরি নিয়ে মুখ খুললেন তৃণমূল নেতা রেজ্জাক মোল্লা। বাম আমলে দীর্ঘদিন মন্ত্রিত্ব সামলেছেন তিনি। বেশকিছু যুক্তি দিয়ে এদিন কিছুক্ষেত্রে চাকরি দেওয়ার কথা স্বীকারও করে নিলেন তিনি। তবে বাম শাসনকালে সুপারিশে নিয়োগের ক্ষেত্রে কোনও আর্থিক লেনদেন ছিল কি না তা অবশ্য বলেননি নেতা।

ঠিক কী বললেন তৃণমূল নেতা? রেজ্জাক বলেন, “বাম আমলে এরকম দুর্নীতি হয়নি। কোনও শিক্ষিত ছেলে যদি দলের হোল টাইমার হত, সেক্ষেত্রে চেষ্টা করা হত তার স্ত্রী বা পরিবারের কাউকে চাকরি দেওয়ার। কারণ হোলটাইমারের ২-৩ হাজার টাকায় সংসার চলে না।”

rajjak

এদিন রেজ্জাকের গলায় প্রাক্তন দলের প্ৰতি কিছুটা ক্ষোভও শোনা গেল। তিনি বলেন, “একটা সময়ে সিপিএম ছিল আন্দোলন নির্ভর। পরে দেখলাম দলটা সরকার নির্ভর হচ্ছে। তাই সরে আসতে শুরু করলাম।” তবে সিপিএম ছেড়ে তৃণমূলে এলেও পুরোনো সঙ্গীরাই তার খোঁজ রাখেন বলেও জানালেন রেজ্জাক। এই প্রসঙ্গে তৃণমূলের কথা উঠতেই তিনি বললেন, “ওরা খুব একটা আসে না। তাই কথাও বিশেষ হয় না।”


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর