অসুস্থ অভিষেক, তড়িঘড়ি ভর্তি করা হল হাসপাতালে, আজই হবে অপারেশন

   

বাংলা হান্ট ডেস্কঃ শরীরের যত্ন নেওয়ার জন্য রাজনীতি থেকে সাময়িক বিরতি। এরই মাঝে শোনা যাচ্ছে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তৃণমূলের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদকে। শোনা যাচ্ছে অস্ত্রোপচার (Operation) হবে নেতার।

সূত্রের খবর, অভিষেকের পেটে একটি ছোটখাটো অস্ত্রোপচার হবে। এদিন সকালেই হাসপাতালে ভর্তি হয়েছেন তৃণমূল সাংসদ। মাইনর একটি অপারেশন হবে নেতার। অস্ত্রোপচার শেষে আজই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। তবে সেই বিষয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলছেন না চিকিৎসকরা।

লোকসভা ভোটে নিজের কেন্দ্র থেকে বিরাট জয় পেয়েছেন অভিষেক। তবে এরই মাঝে গত বুধবার নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে পোস্ট করে নেতা জানান, চিকিৎসার জন্য সংগঠন থেকে ‘ছোট বিরতি’ নিচ্ছেন তিনি। তখন থেকেই জল্পনা চলছিল, তাহলে কী ফের চোখের সমস্যা বাড়ল অভিষেকের? তবে রবিবার জানা গেল, চোখ নয়, পেটে অস্ত্রোপচার হবে তৃণমূল সেকেন্ড ইন কমান্ডের।

প্রসঙ্গত, ২০১৬ সালে সিঙ্গুর দুর্ঘটনায় বা চোখের নীচের হাড় ভেঙে যায় অভিষেকের। এর পর দুবাই, সিঙ্গাপুর, হায়দরাবাদ ও কলকাতা মিলিয়ে মোট ৬ বার চোখে অপারেশন তৃণমূল নেতার৷ তবে এত চিকিৎসা, অস্ত্রোপচার সত্ত্বেও ক্রমেই খারাপ হচ্ছিল পরিস্থিতি। অভিষেকের বাঁ চোখের দৃষ্টিশক্তি কমে আসছিল। এরপর চিকিৎসার জন্য গত বছর অগাস্ট মাসে আমেরিকায় যান অভিষেক।

abhishek sad 2

আরও পড়ুন: কড়া কড়া নির্দেশ, তৎক্ষণাৎ অ্যাকশন! কলকাতা হাইকোর্টের জাস্টিস সিনহার জীবনী অবাক করবে

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বা চোখের ‘অরবাইটাল ফ্র্যাকচার’ এর চিকিৎসা করেছেন বিশিষ্ট আই সার্জেন নিকোলাস মেহনি৷ অন্যদিকে যেভাবে ক্রমেই নেতার দৃষ্টি শক্তি কমে আসছিল সেই জায়গা থেকে চোখের দৃষ্টিশক্তি স্বাভাবিক করার কঠিন কাজটি করেছেন আই সার্জন গাইটন৷ বর্তমানে অনেকটাই সুস্থ নেতা। চোখের দৃষ্টিশক্তিও প্রায় নরমাল। তবে মাঝে মাখে চেকআপের কারণে বিদেশ পাড়ি দিতে হয় নেতাকে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর