অপারেশনের পর ছাড়া পেলেন অভিষেক, ঠিক কী হয়েছিল নেতার? জানা গেল আসল ঘটনা

   

বাংলা হান্ট ডেস্কঃ সফল অপারেশন। ছোটোখাটো অস্ত্রোপচারের (Operation) পর বাড়ির পথে অভিষেক (Abhishek Banerjee)। রবিবার সকালেই বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তৃণমূলের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদকে। এদিন বিকেলেই ছাড়া পেলেন নেতা। হাসপাতাল সূত্রে খবর, অভিষেকের পেটে একটি ছোটখাটো অস্ত্রোপচার হয়েছে।

অস্ত্রোপচার শেষের এদিন দুপুরে হাসপাতালের তরফে মেডিক্যাল বুলেটিন প্রকাশ করে অভিষেকের শারীরিক অবস্থার কথা জানানো হয়। বেসরকারি হাসপাতালের তরফে বলা হয়, ‘সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অস্ত্রোপচার হয়েছে। বর্তমানে তিনি স্থিতিশীল অবস্থায় রয়েছেন। দ্রুত ওনার সুস্থতা কামনা করি।’

যদিও দুপুর পর্যন্ত হাসপাতাল তরফে কবে ছাড়া হতে পারে নেতাকে, সেই সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে দেখা গেল এদিন বিকেলেই ছাড়া পেলেন অভিষেক। প্রসঙ্গত, লোকসভা ভোটে বিরাট জয়লাভের পর গত বুধবার নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে পোস্ট করে নেতা জানান, গত বছর এই সময় ‘নবজোয়ার যাত্রা’ করেছিলেন তিনি। এবছর চিকিৎসার জন্য সংগঠন থেকে ‘ছোট বিরতি’ নিচ্ছেন তিনি। এরপরই রবিবার হাসপাতালে ভর্তি হন অভিষেক।

abhishekk

আরও পড়ুন: কর্মীদের পদক্ষেপে চাপে মুখ্যমন্ত্রী, সরকারি কোষাগারের পড়তে পারে ২০ হাজার কোটির বোঝা

প্রসঙ্গত, এর আগেও একাধিক অপারেশন হয়েছে অভিষেকের। ২০১৬ সালে সিঙ্গুর দুর্ঘটনায় বা চোখের নীচের হাড় ভেঙে যায় অভিষেকের। এর পর দুবাই, সিঙ্গাপুর, হায়দরাবাদ ও কলকাতা মিলিয়ে মোট ৬ বার চোখে অপারেশন তৃণমূল নেতার৷ এখনও ফলো-আপ চিকিৎসার জন্য অভিষেককে বাইরে যেতে হয়। এই যেমন গত বছর অগাস্ট মাসে আমেরিকায় গিয়েছিলেন অভিষেক।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর