বাংলা হান্ট ডেস্কঃ ফের চোখের সমস্যায় ভুগছেন অভিষেক (Abhishek Banerjee)। হয়েছে অস্ত্রোপচারও। বর্তমানে কেমন রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক? আপডেট দিলেন নিজেই। সোমবার রাতে স্বাস্থ্যের আপডেট দিয়ে এক্স হ্যান্জেলে পোস্ট করেন অভিষেক। রক্তবর্ণ চোখের ছবি দিয়ে নেতা সেখানে লেখেন, অষ্টম অস্ত্রোপচার (Operation) সফল হয়েছে। বর্তমানে সুস্থ রয়েছেন বলেও জানিয়েছেন তিনি।
এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে অভিষেক লেখেন, “আমার চোখের অস্ত্রোপচারের পর সকলের শুভ কামনার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ২০১৬ সালে পথ দুর্ঘটনার পর থেকে দৃষ্টিশক্তি নিয়ে সমস্যায় ভুগেছি। এই নিয়ে অষ্টম অস্ত্রোপচার হল। ভালোভাবে সবটা মিটেছে। অস্ত্রোপচারের পর আমাকে অনেক কিছু মেনে চলতে হবে। আমি আশাবাদী। ” সকলের উদ্দেশে কৃতজ্ঞতা জানিয়েছেন তৃণমূল সাংসদ।
সূত্রের খবর, অভিষেক চিকিৎসার জন্য আমেরিকার জন হপকিনস হাসপাতালে রয়েছেন। সেখানেই তার অস্ত্রোপচার হয়েছে। এর আগে আদালতের অনুমতি নিয়ে গতবছর অগস্ট মাসে চোখের চিকিৎসার জন্য আমেরিকায় গিয়েছিলেন অভিষেক। সেই সময় বেশ কিছুদিন সেখানে ছিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। এরপর অস্ত্রোপচার সেরে ঘরে ফিরে আসেন।
২০১৬ সালে সিঙ্গুর দুর্ঘটনায় বা চোখের নীচের হাড় ভেঙে যায় অভিষেকের। এর পর দুবাই, সিঙ্গাপুর, হায়দরাবাদ ও কলকাতা মিলিয়ে মোট ৬ বার চোখে অপারেশন তৃণমূল নেতার৷ তবে এত চিকিৎসা, অস্ত্রোপচার সত্ত্বেও ক্রমেই খারাপ হচ্ছিল পরিস্থিতি। অভিষেকের বাঁ চোখের দৃষ্টিশক্তি কমে আসছিল। চিকিৎসার জন্য মার্কিন মুলুকে যান নেতা। এই নিয়ে আট বার অপারেশন হল অভিষেকের। গতবছরও আমেরিকায় ছুটে গিয়েছিলেন তিনি। সেই সময়ও বেশ কিছুদিন চিকিৎসারত ছিলেন।