‘সার্জিক্যাল স্ট্রাইক নয়, এটা শিক্ষা দেওয়ার সময়’, ‘PoK পুনরুদ্ধারের সময় এসে গেছে’, হুঙ্কার অভিষেকের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ পর্যটকদের রক্তে ভিজেছে ‘ভূস্বর্গে’র মাটি। গত মঙ্গলবার কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হানা (Pahalgam Terror Attack) হয়। মৃত্যু হয়েছে ২৬ জনের। এই ঘটনায় শোকস্তব্ধ গোটা দেশ। সেই সঙ্গেই বিভিন্ন মহল থেকে ‘বদলা’র দাবিও উঠছে। এই আবহে মুখ খুললেন তৃণমূলের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এটা আরও সার্জিক্যাল স্ট্রাইক কিংবা প্রতীকী হুমকির সময় নয়, বরং এবার ‘শিক্ষা’ দেওয়ার কথা বললেন তিনি।

জঙ্গি হামলার আবহেই বিস্ফোরক অভিষেক (Abhishek Banerjee)!

রবিবাসরীয় দুপুরে নিজের এক্স হ্যান্ডেলে (পূর্বে টুইটার) একটি পোস্ট করেন তৃণমূল নেতা। লেখেন, ‘বিগত কয়েকদিন ধরে মূলধারার মিডিয়া ও কেন্দ্রীয় সরকারের মাথায় থাকা ব্যক্তিদের কাজকর্ম খুব কাছ থেকে লক্ষ্য করছি। পহেলগাঁওয়ে এই নজিরবিহীন সন্ত্রাসবাদী হামলা যে ত্রুটিগুলির কারণে ঘটেছে, সেগুলির গভীরভাবে তদন্ত করার বদলে, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সুবিধা হবে, এমন বর্ণনার দিকে বেশি মনোযোগী বলে হচ্ছে’।


অভিষেক লেখেন, এই ধরণের সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে উঠে এই ইস্যুটিকে চূড়ান্তভাবে মোকাবিলা করার সময় এসে গিয়েছে। তিনি স্পষ্ট জানান, আরও সার্জিক্যাল স্ট্রাইক অথবা পাকিস্তানকে প্রতীকী হুমকি দেওয়ার সময় নয় এটা। বরং তারা যে ভাষায় বোঝে, সেই ভাষাতেই তাদের শিক্ষা দেওয়ার সময় এসে গিয়েছে।

আরও পড়ুনঃ পাক-বিরোধী স্লোগান, পাকিস্তানের পতাকা পোড়াতে নিষেধ বাংলার পুলিশের! ফুঁসে উঠলেন অমিত মালব্য

তৃণমূল (TMC) নেতার কথায়, ‘এটা আরও সার্জিক্যাল স্ট্রাইক অথবা পাকিস্তানকে প্রতীকী হুমকি দেওয়ার সময় নয়। বরং তারা যে ভাষায় বোঝে, সেই ভাষাতেই তাদের শিক্ষা দেওয়ার সময় এসে গিয়েছে। পাকিস্তান অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধারের সময় হয়ে এসেছে’।

abhishek banerjee

উল্লেখ্য, ‘মিনি সুইজারল্যান্ড’ বৈসরণে ঘুরতে গিয়ে জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছেন ২৬ জন নিরীহ পর্যটক। তাঁদের রক্তে ভিজেছে কাশ্মীরের মাটি। এই ঘটনায় ফুঁসছে গোটা দেশ। একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। এবার হুঙ্কার দিলেন অভিষেক (Abhishek Banerjee)। পাকিস্তান অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধারের সময় এসেছে, দাবি তৃণমূল নেতার।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X