আচমকাই সস্ত্রীক বিদেশ সফরে অভিষেক! কী কারণে ভারত ছাড়লেন তৃণমূল সাংসদ? প্রকাশ্যে এল আসল কারণ

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ আগেই ইডিকে (ED) তিনি জানিয়েছিলেন যে তার চোখের চিকিৎসার (Eye Treatment) জন্য আমেরিকা যেতে চান। ২৬ শে জুলাই থেকে ২০ শে আগস্ট, অর্থাৎ প্রায় ২৬ দিনের জন্য বিদেশ যাওয়ার আর্জি জানিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ও তার পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায় (Rujura Banerjee)। এরই মধ্যে অভিবাসন সূত্রের খবর, বুধবারই কলকাতা থেকে এমিরেটসের উড়ানে সস্ত্রীক দুবাই পাড়ি দিয়েছেন অভিষেক।

সূত্রের খবর, চোখের চিকিৎসার কারণেই তার এই বিদেশযাত্রা। জানা গিয়েছে চিকিৎসার জন্য প্রথমে দুবাই এবং সেখান থেকে আমেরিকা যাবেন তৃণমূল সেকেন্ড ইন কমান্ড। আরও জানা যাচ্ছে আগামী ৮ আগস্ট আমেরিকার (USA) হাসপাতালে তার অ্যাপয়েনমেন্ট রয়েছে।

উল্লেখ্যে, গত সোমবার শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে অভিষেকের বিদেশ যাওয়ার প্রসঙ্গ তুললে ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, এক্ষেত্রে যদি কোনও অভিযুক্তের বিদেশে গা ঢাকা দেওয়ার আশঙ্কা না থাকে, তা হলে দেশের নাগরিকদের বিদেশে যাওয়ার অধিকার রয়েছে। বিশেষত চিকিৎসাজনিত কারণে। অর্থাৎ অভিষেকের বিদেশ যাত্রায় কোনও আপত্তি করেনি সুপ্রিম কোর্ট।

প্রসঙ্গত, ২০১৬ সালে মুর্শিদাবাদ থেকে ফেরার পথে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন অভিষেক। দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে অভিষেকের কনভয় দুর্ঘটনার জেরে চোখে গুরুতর আঘাত পান নেতা। তারপর থেকে বিদেশে বহু চিকিৎসা করার পর বর্তমানে কিছুটা সুস্থ তিনি। যদিও পুরোপুরি সমস্যা মেটেনি। গতবছর আমেরিকাতেই তার বাঁ চোখের অস্ত্রোপচার হয়েছিল। সেই সময়ও তাকে প্রায় মাস খানেকের মতো থাকতে হয়েছিল।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X