‘হ্যাপি বার্থডে প্রধানমন্ত্রী’, শুভেচ্ছা জানিয়ে লিখলেন অভিষেক! ছোট্ট করে রিপ্লাইও দিয়ে দিলেন মোদী

বাংলা হান্ট ডেস্কঃ আজ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) ৭৩ তম জন্মদিন (Birthday)। সকাল থেকেই নেমেছে শুভেচ্ছাবার্তার ঢল। রাষ্ট্রনেতা থেকে শুরু দলের নেতা-মন্ত্রী, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের পাশাপাশি নমোকে শুভেচ্ছা জানিয়েছেন বিরোধী দলের নেতারাও। বিরোধী মহাজোট INDIA প্রতিনিয়ত মোদীকে সিংহাসনচ্যুত করতে নিত্যনতুন রণকৌশল তৈরী করছে। তবে আজকের দিন ব্যতিক্রম। ইন্ডিয়া জোটের নেতারাও ঢেলে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রীকে।

নরেন্দ্র মোদীকে নিজের এক্স হ্যান্ডল থেকে টুইট মারফত জন্মদিনের শুভেচ্ছাবার্তা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা মোদী বিরোধী জোটের শক্তিশালী মুখ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। গত বারের মত এবারেও নমোকে হ্যাপি বার্থডে জানিয়েছেন তৃণমূল সাংসদ।

আরও পড়ুন: এ যেন সায়গল টু! বান্ধবীকে ১২ লাখের গাড়ি, কোটি-কোটির সম্পত্তি, গ্রেফতার বীরভূমের কনস্টেবল

রবিবার সকাল ১০টা ২৬ মিনিটে তৃণমূল সেকেন্ড ইন কমান্ড অভিষেক এক্স হ্যান্ডলে মোদীকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘‘সম্মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে জন্মদিনের উষ্ণ অভিনন্দন জানাই।’’

আরও পড়ুন: ২০২৩ টেট নিয়ে বড়সড় আপডেট দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ! জানালেন গৌতম পাল

এদিকে মোদী রিপ্লাই ও দিয়েছেন অভিষেককে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক্স হ্যান্ডল থেকে প্রতিক্রিয়া জানিয়ে লেখা হয়েছে, “ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ”

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ সকলেই মোদীর জন্মদিনে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। ওদিকে বিরোধী শিবির থেকে শুধু অভিষেকই অবশ্য নন, মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন কং নেতা রাহুল গান্ধী, আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরীবাল, এনসিপি প্রধান শরদ পওয়ার, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সহ অনেকেই। যদিও এখনও মোদীকে শুভেচ্ছা জানাননি মমতা-সোনিয়া দুজনের কেউই।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর