তৃণমূল নেতার বিরুদ্ধে খুড়তুতো বোনের জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ! শোরগোল গোপালপুরে

বাংলা হান্ট ডেস্কঃ একের পর এক লাগাতার অভিযোগে জর্জরিত শাসক দলের নেতা-কর্মী। এবার এক তৃণমূল নেতার (TMC Leader) বিরুদ্ধে উঠল বোনের জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ! আর অভিযোগে সামিল তারই খুড়তুতো বোন। অবাককরা এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur) করণদিঘি ব্লকের দোমহলা গ্ৰাম পঞ্চায়েতের গোপালপুরের কলোনীপাড়ায়। অভিযোগ, স্থানীয় তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি রুস্ত আলি তারই খুড়তুতো বোন মাজেরা বিবির জমি জোর করে কেড়ে নিয়েছে।

প্রসঙ্গত, এই প্রথম নয় এর আগেও বহু গ্রামবাসীর থেকে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূল কংগ্রেসের এই অঞ্চল সভাপতির বিরুদ্ধে। এবার সেই অভিযোগে সরব খোদ নেতারই খুড়তুতো বোন। অভিযোগকারীর দাবি, তাঁর বাবা উজির শেখ মারা গিয়েছেন। সেই সুযোগে দাদা রুস্তম আলি যিনি অঞ্চল সভাপতি পদে আসীন রয়েছেন, তাঁর সমস্ত জমি জোড় পূর্বক হাতিয়ে নিয়েছে। শুধু তাই নয়, দাদা রুস্তম আলি তাঁকে হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন করেন মাজেরা বিবি। ক্ষমতার ভয়ে স্বামী নিয়ে আতঙ্কে দিন কাঁটাতে হচ্ছে বলে অভিযোগকারী। ঘটনায় ইতিমধ্যেই রুস্তম আলির বিরুদ্ধে আদালতে লিখিত অভিযোগ দায়ের করেছেন মাজেরা বিবি।

মাজেরা বিবি জানান, রুস্তম আলি তাঁর প্রান্তিক জমি সহ মোট ২০ বিঘা জমি জোরপূর্বক হাতিয়ে নিয়েছে। এবিষয়ে মাজেরা বিবির স্বামী মহম্মদ সরিফ জানান, ” আমার স্ত্রীর জমি রুস্তম আলি দখল করে নিয়েছেন। জমিতে গেলে আমাদেরকে মারধোর করছেন। করনদিঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করেও কোন কাজ হচ্ছে না। আমার স্ত্রীর জমি ফেরতের পাশাপাশি রুস্তম আলি উপযুক্ত শান্তির চাই। যাতে আর কারোর জমি গায়ের জোড় হাতিয়ে নিতে না পারে।”

tmc flg

তবে এই সমস্ত অভিযোগ এক্কেবারেই অস্বীকার করেন লাহুতারা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অভিযুক্ত অঞ্চল সভাপতি রুস্তম আলি। পাশাপাশি তাঁর উপর আনা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি তৃণমূল নেতার। তাঁর পাল্টা অভিযোগ, “মাজেরা বিবির সমস্ত জমি আমি আর আমার বাবা কিনে নিয়েছি। হুমকির বিষয়টি সম্পুর্ন চক্রান্ত। আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।’

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর