বাংলাহান্ট ডেস্কঃ ৮১ নম্বর জাতীয় সড়কের গা ঘেঁষেই রয়েছে ছোট একটা কম্পিউটারের দোকান, আর পাশে তাঁর বাড়ি। কিন্তু এই বাড়ি এবং দোকানের দিকেই নজর পড়েছে জমি মাফিয়াদের। যার জেরে নিসাদ সেলিম রেজার তাঁর গর্ভবতী স্ত্রীর পেটে লাথি মারার এবং মাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ করলেন স্থানীয় এক তৃণমূল (tmc) নেতা এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।
বিষয়টা হল, মালদার (maldah) গাজোলের আলালের মুড়িয়াকুন্ডু গ্রামের গা ঘেঁষে চলে গিয়েছে ৮১ নম্বর জাতীয় সড়ক। আর সেই রাস্তার পাশেই রয়েছে স্থানীয় বাসিন্দা নিসাদ সেলিম রেজারের একটি ছোট কম্পিউটারের দোকান এবং তাঁর বাড়ি। ওই এলাকার জমির দাম আকাশছোঁয়া হওয়ায়, তাঁর ওই জমিটুকুর উপর নজর পড়ে জমি মাফিয়াদের।
নিসাদ সেলিম অভিযোগ করেছেন, তাঁর জমির উপর নজর থাকায় স্থানীয় তৃণমূল নেতা-কর্মীরা তাঁকে কিছু টাকার বিনিময়ে ওই জায়গা থেকে সরে যেতে বলেন। কিন্তু তিনি রাজী হয় না। রাজী না হওয়ায় তাঁর উপর হামলা করে এলাকার তৃণমূল নেতৃত্বরা। কিন্তু এই বিষয়ে পুলিশকে জানালে, তাঁর উপর অত্যাচারের মাত্রা আরও বাড়তে থাকে।
এদিনের ঘটনা প্রসঙ্গে নিসাদ জানিয়েছেন, তাঁরই অনুপস্থিতিতে তাঁর বাড়ির উপর চড়াও হয় স্থানীয় তৃণমূল নেতা কামরুজ্জামান, মনিরুজ্জামান, আহাসানুল ইসলাম এবং করিমুল ইসলাম সহ আরও কয়েকজন। তাঁর মা জমি লিখে দিতে রাজী না হওয়ায় তাঁকে বিবস্ত্র করে মারধোর করা হয়। শাশুড়িকে ঠেকাতে নিসাদের ২১ বছরের গর্ভবতী স্ত্রী এগিয়ে এলে, তাঁর পেটে লাথি মেরে, শেষে নিসাদের দোকানে তালা ঝুলিয়ে দিয়ে চলে যায় দুস্কৃতিরা।
এই ঘটনার পরবর্তীতে নিসাদের অসুস্থ স্ত্রীকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার বিষয়ে গাজোল থানায় অভিযোগ দায়ের করা হলেও, এখনও অবধি কাউকে গ্রেফতার করা হয়নি।