জমি হাতিয়ে মারধর করে তাড়িয়ে দেওয়া! তৃণমূল নেতার বিরুদ্ধে নিজের মাকেই হেনস্থার অভিযোগ

বাংলা হান্ট ডেস্ক : মায়ের জমি হাতিয়ে নিয়ে মাকে বেধড়ক মারধর (Son Beats Mother)। এখানেই শেষ নয়, মাকে বাড়ির থেকে বেরও করে দিল সন্তান। ঘটনায় অভিযোগের তির তৃণমুল কংগ্রেসের অঞ্চল সভাপতির বিরুদ্ধে (TMC Leader Accused of Beating Mother)। অসহায় মা এখন তাঁর মেজো মেয়ে মানোয়ারা বিবির কাছে প্রায় আড়াই বছর ধরে থাকছেন । ঘটনাটি ঘটেছে করণদিঘি (North Dinajpur News) ব্লকের লাহুতারা ১ নং গ্রাম পঞ্চায়েতের মেহেন্দাবাড়ি গ্রামে। এই ঘটনায় মা ফুজলাতুন বেওয়া করণদিঘি থানায় অভিযোগ দায়ের করলেও কোনও কাজ হয়নি বলে অভিযোগ ৷

করণদিঘি ব্লকের লাহুতারা ১ নং গ্রাম পঞ্চায়েতের সাবধান এলাকার মেহেন্দাবাড়ি গ্রামের বাসিন্দা রুস্তম আলি গ্রাম পঞ্চায়েতের তৃণমুল কংগ্রেসের অঞ্চল সভাপতি। ২০১৫ সালে রুস্তম আলির বাবা মোগবুল হাজির মৃত্যু হয় ৷ এর পর মা ফুজলাতুন বেওয়ার জমি হাতিয়ে নেওয়ার জন্য মায়ের মানসিক অত্যাচার করতে থাকে। রুস্তম তার মাকে মারধরও করত বলে অভিযোগ। কিছুদিন পর মায়ের জমি হাতিয়ে নিয়ে রুস্তম তাঁকে বাড়ি থেকে বের করে দেন বলে অভিযোগ। অসহায় ফুজলাতুন বেওয়া পাশের গ্রাম মাছমারিতে তাঁর মেজো মেয়ে মানোয়ারা বিবির কাছে গিয়ে থাকতে শুরু করেন । প্রায় আড়াই বছর ধরে ওই মেয়ের কাছেই রয়েছেন তিনি ৷

tmc flgtmc

তিনি অভিযোগ জানান, ‘ছেলে রুস্তম আলি আমাকে খেতে দিত না৷ মারধর করত জমি নেওয়ার জন্য। স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে করণদিঘি থানাতেও ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি। কিন্তু পুলিস কিছু কাজ করছে না । আমি করণদিঘি থানায় অনেকবার যাওয়ার পরেও কোনও লাণ হয়নি।’ তিনি আরও বলেন, ‘আমি ছেলের উপযুক্ত শাস্তি চাই আর আমি যেন আমার স্বামীর ভিটেয় ফিরে গিয়ে ভালোভাবে থাকতে পারি, সেটাই সবার কাছে অনুরোধ করছি।’

ফুজলাতুন বেওয়ার মেজো মেয়ে মানোয়ারা বিবি জানান, তাঁর ভাই রুস্তম আলি জমির জন্য মাকে মারধর করত । পরে মায়ের কাছ থেকে জমি দখল করে নিয়ে মাকে বাড়ির থেকে বের করে দেয় ভাই। ভাইয়ের শাস্তির দাবি জানিয়েছেন মানোয়ারা বিবিও।

Sudipto

সম্পর্কিত খবর