বাংলা হান্ট ডেস্কঃ নন্দীগ্রামে (Nandigram) তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) শহিদ স্মরণ মঞ্চে আগুন আর এর পরবর্তীতে শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) আক্রমণ করতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) বাহ্যিক রূপ নিয়ে বেফাঁস মন্তব্য রাজ্যের মন্ত্রী অখিল গিরির (Akhil Giri)। এ ঘটনায় বর্তমানে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা বাংলায়। নিজের বিতর্কিত মন্তব্যের জন্য তৃণমূল নেতা ক্ষমা চাইলেও ইতিমধ্যেই তাঁর পদত্যাগের দাবি তুলে গোটা বাংলা জুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে পদ্মফুল শিবির।
উল্লেখ্য, সম্প্রতি নন্দীগ্রামের গোকুলনগরে তৃণমূলের শহিদ স্মরণ মঞ্চে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনার জেরে শোরগোল পড়ে যায় সর্বত্র। পরবর্তীতে এই ঘটনায় বিজেপির যোগ রয়েছে, এ অভিযোগ তুলে প্রতিবাদে বসে তৃণমূল কর্মী সমর্থকরা।
সেই সভায় বক্তৃতা দিতে ওঠে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরি বলেন, “দেখতে ভালো নয় বলছে। কি দেখতে ভাল? আমরা রূপের বিচার কখনো করি না। রাষ্ট্রপতির চেয়ারকে সম্মান করা হয়। কিন্তু তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা?”
রাজ্যের মন্ত্রীর এহেন মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই সমালোচনায় সরব হয়েছে বিজেপি থেকে শুরু করে অন্যান্য একাধিক মহল। তৃণমূল নেতার পদত্যাগের দাবিতে প্রতিবাদ কর্মসূচি থেকে শুরু করে বিতর্কের ঝড় উঠেছে গোটা বাংলা জুড়ে।
এই প্রসঙ্গে এদিন বিজেপি নেতা অমিত মালব্য বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য অখিল গিরি। দেশের রাষ্ট্রপতিকে অপমানজনক কথা বলেছেন। উনি বলেন, আমরা রূপের বিচার করি না। এরপর রাষ্ট্রপতির রূপ নিয়েও অপমান করেন। বাংলার মুখ্যমন্ত্রী আদিবাসী বিরোধী। তিনি দ্রৌপদী মুর্মুকে কখনোই সমর্থন জানাননি আর এখন এই ঘটনা অত্যন্ত লজ্জাজনক।”
পাশাপাশি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “আদিবাসীদের ঘৃণা করে মমতা সরকার আর এবার অখিল গিরি সেটাকেই অগ্রসর করে নিয়ে গেলেন। কেন এত ঘৃণা?”
উল্লেখ্য, বিজেপির সমালোচনা মাঝে এদিন নিজের বক্তব্যের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন অখিল গিরি। তিনি বলেন, “শুভেন্দু অধিকারী বিগত বেশ কয়েকদিন ধরে আমাকে অপমান করে চলেছেন। ‘হাফ প্যান্ট পরা মন্ত্রী’, ‘কাকের মত দেখতে’ বলে অপমান করেন। তার জবাব দিতে গিয়ে আমি এই মন্তব্য করি। তবে রাষ্ট্রপতিকে অপমান করা কখনোই আমার উদ্দেশ্য ছিল না।”