বাংলা হান্ট ডেস্কঃ প্রকাশ্যে শাসকদলের নেতার আরেক কীর্তি। তোলা চেয়ে ব্যবসায়ীকে বার বার হুমকি দেওয়ার অভিযোগ উঠল নারায়ণগড় ১ মকরামপুর তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে। শুধু তাই নয়, তোলা না দেওয়ায় ব্যবসায়ীকে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগও উঠল ওই তৃণমূল নেতার (TMC Leader) বিরুদ্ধে। ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে নারায়ণগড়ে।
অভিযোগ, টাকা না দেওয়ায় শ্রীকৃষ্ণ পাল নামে নারায়ণগড়ের এক ব্যবসায়ীর ওপর হুমকি সহ মারধর চালালো তৃণমূলের মকরামপুর অঞ্চল সভাপতি লক্ষ্মী শীট। অন্যদিকে, টাকা না দিকে সেই ব্যবসায়ীর মেয়েকে তুলে নিয়ে যাওয়ারও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে। ঘটনায় রীতিমতো আতঙ্কে ওই ব্যবসায়ী ও তার পরিবার। ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুর পুলিশ সুপারকে গোটা বিষয়টি জানিয়েছেন তারা।
ব্যবসায়ীর অভিযোগ, তোলা না দেওয়ায় তাকে একাধিকবার মারধর করেন ওই স্থানীয় তৃণমূল নেতা। পূর্বে, বারবার টাকা চেয়েও ন্স পাওয়ায় ব্যবসায়ীর মোটরবাইকও ছিনিয়ে নেয় শাসকদলের সদস্য। তবে পরে অভিযোগ জানালে অতিরিক্ত পুলিস সুপারের হস্তক্ষেপে নিজের বাইক ফেরত পান শ্রীকৃষ্ণ পাল। তবে সেখানেই সমস্যার সমাধান হয় নি।
বাবার ওপর ক্রমাগত অত্যাচারের ঘটনায় ওই ব্যবসায়ীর মেয়ে শম্পা পাল প্রতিবাদ জানালে তাকেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। তখন থেকেই শম্পাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে লক্ষ্মী শীট। কলেজেও যাওয়াও বন্ধ তার। অভিযোগ, প্রায় দেড় বছর ধরে তাদের পরিবারকে একঘরে করে দেওয়া হয়েছে। বহুবার এই বিষয়ে প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা মেলেনি বলে জানান তারা।
শ্রীকৃষ্ণ পাল নামের ওই ব্যবসায়ীর অভিযোগ, তৃণমূল নেতার অত্যাচারে বর্তমানে তার ব্যবসা লাটে উঠেছে। কোন জায়গায় কাজ চাইতে গেলেও হুমকির ভয়ে তাকে কাজে নিচ্চ্ছেবা কেউ। খেত মজুরদেরও শ্রীকৃষ্ণেরবাবুর জমিতে কাজ করতে দেওয়া হচ্ছেনা। এরপরেই আর কোনো রাস্তা না পেয়ে সোজা মেদিনীপুর পুলিশ সুপারের দ্বারস্থ হন তার।
অন্যদিকে, ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির জেলা সহ-সভাপতি রামপ্রসাদ গিরি লক্ষ্মী শিটকে তৃণমূলের গুন্ডা বলে কটাক্ষ করেছেন। তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা পুরো বিষয়টি সবিস্তারে জেনে ব্যবসায়ীর পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তবে নিজের ওপরে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল অঞ্চল সভাপতি লক্ষ্মী শীট।