বাংলা হান্ট ডেস্কঃ ফের শাসকদলের সদস্যের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) কেতুগ্রামে মৃত বিজেপি কর্মীর (BJP Worker) মা’কে ধর্ষণের হুমকি দিয়ে কাঠগড়ায় তৃণমূল নেতা (TMC Leader) ও তার সংগীরা। প্রসঙ্গত, ২০২১ বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক হিংসার কারণে খুন হতে হয়েছিল ওই বিজেপি কর্মীকে। এবার তাঁর মাকেই ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ প্রকাশ্যে। অভিযোগের তীর তৃণমূলের দিকে।
কী জানা যাচ্ছে? বিজেপি সূত্রে খবর, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্য জুড়ে হিংসার পরিবেশ তৈরী হয়। সেইসময় বিভিন্ন জায়গায় রাজনৈতিক হিংসায় প্রাণ হারান অনেকে। তাদের অভিযোগ ২০২১ এর ৪ মে রাতে রড, লাঠি, ধারালো অস্ত্র ও বোমা নিয়ে তৃণমূল দুষ্কৃতীরা ওই বিজেপি কর্মী বলরাম মাজির বাড়িতে চড়াও হয়। এরপর বলরামকে বাড়ি থেকে তুলে নিয়ে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ।
মৃত বলরামের মা টুম্পা মাজি কেতুগ্রাম ১ পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল কংগ্রেস নেতা সাহিদুল আলম মোল্লা সহ বেশ কয়েকজন তৃণমূল কর্মীর নামে কেতুগ্রাম থানায় এফআইআর দায়ের করেন। পুলিশ অভিযোগ মতো তাদের গ্রেফতার করলেও পরে সকলেই জামিনে মুক্তি পায়। এরপর ভোট পরবর্তী খুনের এই মামলার তদন্ত শুরু করে সিবিআই।
তবে তাতেও রেহাই নেই। মৃত বলরামের পরিবারের অভিযোগ, ছেলের খুনের মামলায় আদালতে সাক্ষী দিতে গেলেই তাদের নানা রকম হুমকি দিচ্ছেন শাসকদলের আশ্রিত ওই সমস্ত দুষ্কৃতীরা। খুনের হুমকির পাশাপাশি বাড়ির মেয়ে-বউদের প্রকাশ্যে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে বলেও গুরুতর অভিযোগ উঠছে।
অন্যদিকে, লাগাতার হুমকির এই ঘটনায় রীতিমতো আতঙ্কে বলরামের পরিবারের সদস্যরা। তাদের আরও দাবি ইতিমধ্যেই এনিয়ে তারা কেতুগ্রাম থানায় অভিযোগও জানাতে গিয়েছিলেন। তবে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে বলে অভিযোগ। এরপর গত শুক্রবার বাধ্য হয়ে এই বিষয়ে জেলার পুলিশ সুপারের দ্বারস্থ হন তারা। দায়ের হয়েছে অভিযোগ। যদিও তৃণমূলের ওপর ওঠা সমস্ত অভিযোগ তুড়ি মেরে উড়িয়ে তাদের দাবি এসব বিরোধী দল বিজেপির চক্রান্ত।