শিক্ষক নিয়োগে সাড়ে ১৯ কোটি টাকা তুলেছেন যুব তৃণমূল নেতা, বিস্ফোরক দাবি মানিক-ঘনিষ্ঠ তাপসের

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতিকাণ্ডে (Recruitment Scam) কী তবে নয়া মোড়? শিক্ষক নিয়োগে চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে হাজির মানিক-ঘনিষ্ঠ তাপস মণ্ডল (Tapas Mandal)। বহু ছাত্রছাত্রীর থেকে প্রায় সাড়ে ১৯ কোটি টাকা তুলেছেন হুগলির (Hooghly) এক যুব তৃণমূল নেতা (TMC Leader)। শুধু তাই নয়, প্রাথমিক নিয়োগে প্রায় সাড়ে ১৯ কোটি টাকা তুলেছেন ওই যুব তৃণমূল নেতা! এদিন এমনই দাবি করলেন তাপস মণ্ডল।

কী জানা যাচ্ছে? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI) এর নির্দেশে বুধবার নিজাম প্যালেসে হাজিরা দেন প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের ‘ঘনিষ্ঠ’ তাপস মণ্ডল।। সন্ধ্যায় সেখান থেকে বেরোনোর সময় তাপস বলেন, হুগলির এক তৃণমূল নেতা ১৯ কোটি ৪৪ লক্ষ ৫০ টাকা তুলেছিলেন শিক্ষক নিয়োগে, সে সম্পর্কিত কিছু তথ্যপ্রমাণও তিঁনি তদন্তকারীদের হাতে তুলে দিয়েছেন বলে দাবি করেন তাপস।

প্রসঙ্গত, এর আগে গত ৩ জানুয়ারি তাপসকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। পূর্বে তাঁকে একাধিক বার জিজ্ঞাসাবাদ করেছে ইডি। এরপর এদিন ফের তাপসকে নিজামে তলব করে সিবিআই। সূত্রের খবর, বুধবার তাপস মণ্ডল এবং ওই অভিযুক্ত তৃণমূল নেতাকে মুখোমুখি বসিয়ে প্রায় ৩ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। এরপরই জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে তাপস দাবি করেন, শাসকদলের ওই যুব নেতার কথা আগেই সিবিআইকে বলেছিলেন তিঁনি।

এদিন ঠিক কী বললেন তাপস মণ্ডল? মানিক ঘনিষ্ঠের দাবি, ‘‘বহু ছাত্রছাত্রীর থেকে জানতে পেরেছি, ওঁরা তৃণমূল নেতাকে টাকা দিয়েছেন। সেটার একটি হিসাব আমি সিবিআইকে দিয়েছিলাম। আজ কিছু নথি দিয়ে এলাম। সব মিলিয়ে ১৯ কোটি ৪৪ লক্ষ ৫০ হাজার টাকা।’’

cbi

উল্লেখ্য, এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় তাপস মণ্ডলকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি-র চার্জশিটে তাপস মণ্ডল অভিযুক্ত। সূত্রের খবর, ইডির কাছে যে বয়ান তিঁনি দিয়েছিলেন, সিবিআই-কেও সেই একই কথা জানিয়েছেন তাপস মণ্ডল। তাপসের বিস্ফোরক দাবির পর নিয়োগ দুর্নীতি মামলা কোন নয়া মোড় নেয় সেটাই এবার দেখার বিষয়।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর