বাংলা হান্ট ডেস্কঃ অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) গ্রেফতারি মামলায় প্রতিদিনই নয়া জল্পনা সামনে উঠে আসায় উত্তপ্ত রয়েছে বঙ্গ রাজনীতি। একদিকে যেমন সিবিআইয়ের (CBI) হাতে একাধিক চাঞ্চল্যকর তথ্য এসে চলেছে, আবার অপরদিকে প্রভাবশালী তকমাকে কাজে লাগিয়ে অনুব্রতকে ‘বাগে’ আনতে মরিয়া সিবিআই। এর মাঝেই বিগত ১৪ দিন ধরে হেফাজতে থাকার পর অবশেষে এদিন ফের একবার আদালতে তোলা হতে চলেছে তৃণমূল নেতাকে। এর মাঝেই জল্পনা উঠছে, অনুব্রতর বিরুদ্ধে ‘প্রভাবশালী’ তকমা ব্যবহার করে তাঁকে বাংলার বাইরে নিয়ে যাওয়ার চেষ্টায় রয়েছে তদন্তকারী অফিসাররা। এদিন এ প্রসঙ্গে অনুব্রতর প্রশ্ন, “বললেই হয়ে যাবে নাকি? এটা নিয়ম আছে নাকি?” ফলে সব মিলিয়ে সরগরম রাজনীতি।
গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হন তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল। পরবর্তীতে অনুব্রতর নামে একাধিক বেনামি সম্পত্তি পাওয়ার পাশাপাশি অন্যান্য বিস্ফোরক তথ্য মিলেছে। যদিও এ মামলায় আরো তথ্য পেতে মরিয়া সিবিআই পরবর্তী সময়ে অনুব্রতকে নিজেদের হেফাজতে চাইবে বলেই মনে করা হচ্ছে। অপরদিকে, আবার তৃণমূল নেতার আইনজীবী দ্বারা এদিন জামিনের আবেদন করা হতে পারে বলেও মত বিশেষজ্ঞদের। একই সঙ্গে মনে করা হচ্ছে, এদিন আদালতে অনুব্রতর বিরুদ্ধে ‘প্রভাবশালী’ তকমা ব্যবহার করতে চলেছে তদন্তকারী অফিসাররা। বিশেষত, গতকাল এই মামলায় আদালতের বিচারককে একটি হুমকি চিঠি দিয়ে অনুব্রত মণ্ডলকে জামিন দিতে বলায় অস্বস্তি বেড়েছে তাঁর।
সূত্রের খবর, এ সকল বিষয়কে কাজে লাগাতেই মরিয়া তদন্তকারী অফিসাররা। তবে এসবকে পাত্তা না দিয়ে প্রভাবশালী প্রসঙ্গে অনুব্রত জানান, “সেটা সিবিআইয়ের বক্তব্য। ওটা একটা তোতাবুলি।”
প্রসঙ্গত, বর্তমানে গরু পাচার মামলায় অন্যতম প্রধান অভিযুক্ত এনামুল হক দিল্লির জেলে রয়েছে। ফলে এক্ষেত্রে পরবর্তীতে অনুব্রতকেও সেই একই ভাবে ভিনরাজ্যে পাঠানো হবে কিনা, সে প্রসঙ্গে একাধিক জল্পনার সৃষ্টি হয়েছে। যদিও এদিন অনুব্রত মণ্ডলকে বেশ স্বস্তিতেই দেখা গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করার পাশাপাশি অনুব্রত জানান, “আগের তুলনায় শরীর বর্তমানে ভালো রয়েছে।”