এবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে বড় আবদার অনুব্রতর! ‘দাদা’র কাছে কী চাইলেন তৃণমূলের কেষ্ট?

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বাইশ গজ কাঁপিয়ে শিল্পের দুনিয়ায় পা রেখেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। এবার তাঁর কাছেই বড় আবদার করলেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল (Trinamool Congress) নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ওরফে কেষ্ট। রবিবার বোলপুর পুরসভার তরফ থেকে স্টেডিয়াম মাঠে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন সৌরভ, অনুব্রত দু’জনেই। তখনই ‘দাদা’র কাছে আবদার করেন কেষ্ট।

সৌরভের কাছে কী আবদার করলেন অনুব্রত (Anubrata Mondal)?

মোবাইল গেম নয়, নতুন প্রজন্ম ধুলো মেখে খেলুক- এই বার্তা দেওয়ার উদ্দেশে এদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে প্রধান অতিথি হিসেবে হাজির হয়েছিলেন সৌরভ। তখনই বোলপুরে ক্রিকেট কোচিং সেন্টার তৈরির আবদার জানান কেষ্ট। প্রাক্তন ভারত অধিনায়ক এই বিষয়ে আশ্বাস দিয়েছেন বলে দাবি করেছেন তৃণমূল নেতা।

অনুব্রত বলেন, ‘সৌরভকে আমি একটা কোচিং সেন্টার করার জন্য বলেছি। ও করে দেবে বলেছে। শিশুদের অনেকখানি উপকার হবে। এছাড়া স্টেডিয়ামের জন্য স্থানীয় সাংসদ অসিত মাল ৪ কোটি টাকা দিয়েছেন। সেটা ছাড়াও আরও টাকা দরকার। উনি সেটারও বন্দোবস্ত করে দেবেন বলে জানিয়েছেন’।

আরও পড়ুনঃ SSC কাণ্ডে চাকরিহারাদের প্রতিবাদ! এর মাঝেই বড় বার্তা দিলেন অভিষেক! এবার উঠবে আন্দোলন?

এই বিষয়ে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে বোলপুর পুরসভার পুরপ্রধান পর্ণা ঘোষ বলেন, ‘জেলার খুদে খেলোয়াড়দের প্রশিক্ষণ দিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে কোচিং সেন্টার করার অনুরোধ জানান অনুব্রত মণ্ডল। উনি আশ্বাস দিয়েছেন। …আশা করি ভীষণ তাড়াতাড়ি স্টেডিয়ামের সৌন্দর্যায়নের কাজ শুরু হবে’।

Anubrata Mondal Sourav Ganguly

উল্লেখ্য, তৃণমূলের দাপুটে নেতাদের মধ্যে একজন হলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। সম্প্রতি জেলা সভাপতি পদ খুইয়েছেন তিনি। বীরভূমে ওই পদই তুলে দিয়েছে রাজ্যের শাসকদল। তবে দল পরিচালনার জন্য ৯ সদস্যের যে কোর কমিটি গড়ে দেওয়া হয়েছে, তাতে রয়েছেন কেষ্ট। এবার তিনিই সৌরভের কাছে ক্রিকেট কোচিং সেন্টারের আবেদন জানালেন। এই বিষয়ে প্রাক্তন ভারত অধিনায়ক আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন তৃণমূল নেতা।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X