‘গলা টিপে’ দেওয়ার পাল্টা ‘মুখ ফাটিয়ে’ দেওয়া! দিলীপকে চরম হুঁশিয়ারি প্রাক্তন TMC সাংসদের

বাংলা হান্ট ডেস্কঃ খড়্গপুরে রাস্তার উদ্বোধনে গিয়ে বিতর্কে জড়ান বিজেপির (BJP) প্রাক্তন রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাবেক সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। স্থানীয় মহিলাদের উদ্দেশে ‘কুকথা’ বলতে শোনা যায় তাঁকে। শুক্রবারের সেই ঘটনা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই আবহে দিলীপকে পাল্টা হুঁশিয়ারি দিলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার (Aparupa Poddar)।

দিলীপকে (Dilip Ghosh) নিয়ে কী বললেন অপরূপা?

গত শুক্রবার খড়্গপুর পুরসভার ৬ নং ওয়ার্ডে একটি রাস্তার উদ্বোধনে যান দিলীপ ঘোষ। একসময় সেই এলাকার সাংসদ ছিলেন তিনি। তাঁর সাংসদ উন্নয়ন তহবিলের টাকা দিয়েই ওই রাস্তা নির্মিত হয়েছে। তবে সেই রাস্তার উদ্বোধনে গিয়ে স্থানীয় মহিলাদের বিক্ষোভের মুখে পড়েন প্রাক্তন বিজেপি সাংসদ। তাঁকে ঘিরে ধরে জিজ্ঞেস করা হয়, আগে যখন রাস্তা খারাপ ছিল তখন আসেননি, এখন তাহলে কেন এলেন? এরপরেই তেতে ওঠে পরিস্থিতি।

মহিলার অভিযোগ, দিলীপ (Dilip Ghosh) তাঁকে বাপ, চোদ্দ পুরুষ তুলে কথা বলেছেন। এমনকি গলা টিপে ধরার হুঁশিয়ারিও দিয়েছেন বলে অভিযোগ। এই আবহে শনিবার বিজেপি নেতা বুঝিয়ে দেন, তিনি নিজের বক্তব্যে অনড়। এমনকি দরকার হলে তাঁকে যদি রাজনীতি ছাড়তে হয়, তাহলে রাজনীতি ছেড়ে দেবেন। এই সময়ই নির্দিষ্ট ব্যক্তিবর্গের উদ্দেশে বাড়ি থেকে বের করে মারধরের হুমকি দেন বলে অভিযোগ।

আরও পড়ুনঃ ‘অসহায় আত্মসমর্পণে রাজি নই’! আইনি পথ বেছে নিলেন পরমব্রত, অনির্বাণরা! হঠাৎ কী হল?

তার কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই এবার পাল্টা সুর চড়ালেন আরামবাগের প্রাক্তন তৃণমূল (Trinamool Congress) সাংসদ অপরূপা পোদ্দার। একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে পাল্টা হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, ‘উনি মহিলাদের সম্বন্ধে অশালীন মন্তব্য করলে, আমিও ওনার বাড়িতে ঢুকে মুখ ফাটিয়ে দিয়ে আসব’!

Dilip Ghosh Aparupa Poddar

প্রাক্তন তৃণমূল সাংসদের মন্তব্য ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা। রাজনৈতিক বিশ্লেষকদের কথায়, একজন রাজনীতিকে মহিলাদের উদ্দেশে ‘কুকথা’ বলছেন, সমালোচকদের বাড়ি থেকে বের করে এনে মারের হুমকি দিচ্ছেন। পাল্টা বিরোধী দলের একজন নেত্রী তাঁকে বাড়ি ঢুকে মুখ ফাটিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন। এর কোনোটাই কাম্য নয়। দিলীপের (Dilip Ghosh) উদ্দেশে অপরূপার করা এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। আগামীদিনে এই ইস্যু কোন দিকে মোড় নেয় সেটাই দেখার।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর