এবার তৃণমূল নেতাকে মারধর, অভিযোগ কয়েক লক্ষ টাকা কাটমানি

Published On:

বাংলাহান্টঃ কাটমানি পোস্টার এর পর এই প্রথম কাট মানির টাকা ফেরানোর দাবিতে তৃণমূল নেতাকে মারধর। পূর্ব মেদিনীপুর জেলা তমলুক থানার কাঁকটিয়া গ্রামের ঘটনা। প্রতারিতদের অভিযোগ যে শহীদ মাতঙ্গিনী ব্লকের অন্তর্গত কাখোদা অঞ্চলের তৃণমূল নেতা রমেশচন্দ্র পড়িয়া বিভিন্ন সরকারি চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে। বিভিন্ন সরকারি অনুদানের জন্য টাকা নিয়েছে বলে অভিযোগ প্রতারিতদের।

বিভিন্ন সময় টাকা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও রাখেননি রমেশ বাবু। আজ প্রতারিতরা এসে রমেশ বাবুর বাড়িতে চড়াও হন। যদিও রমেশ বাবুর অভিযোগ ধীরে ধীরে আমি কিছু টাকা দিয়েছি। এর পরও একটা সমাধান করে আমার সকল কার টাকা ফিরিয়ে দেব কিন্তু ওরা আমার বাড়িতে এসে আমাকে মারধর করছে। ঘটনাস্থলে তমলুকের থানার পুলিশ।

বারবার মমতা ব্যানার্জি পার্টিতে শুদ্ধিকরণ করতে বিভিন্ন রকমের বার্তা পাঠাচ্ছে নিচু তলা পর্যন্ত। কিন্তু মমতা ব্যানার্জির বার্তা কে তোয়াক্কা না করে অবৈধভাবে টাকা তুলছে।

তারি স্বরূপ আজ মার খেতে হয়েছে তৃণমূল কাট মানি নেতা কে এমনই মত রাজনৈতিক মহলে।

সম্পর্কিত খবর

X