বাংলা হান্ট ডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন ব্যস্ত রয়েছেন লন্ডন সফরে। তার আগে দক্ষিণ কলকাতা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া আলাদা আলাদা পতাকা হোর্ডিং ছড়িয়ে পড়ার পর, তৈরি হয়েছে ব্যাপক বিতর্ক। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে যারা মমতা বন্দ্যোপাধ্যায় বনাম অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন তাদের একেবারে হাতে ধরে বাংলা ব্যাকরণ শেখালেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। বললেন, ‘রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী এবং অভিষেক তাঁর সেনাপতি’।
হোর্ডিং জল্পনার মাঝেই, বাবুলের (Babul Supriyo) মন্তব্যে শোরগোল
রবিবার ফ্যামের বৈঠক থেকে কলকাতা জুড়ে হোর্ডিং জল্পনার মধ্যেই দলের কর্মীদের এমনই বার্তা দিয়ে বাংলা ব্যাকরণের পাঠ পড়ালেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগেই নির্বাচনী রণকৌশল ঠিক করতে রবিবার পাটুলির কলতান কমিউনিটি হলে বৈঠকে বসেছিলেন তৃণমূলের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম FEARLESS AITC MEMBERS বা ফ্যাম। সেই বৈঠক ঘিরে রবিবার সকাল থেকেই ছিল সাজো সাজো রব। গোটা সভাস্থল মুড়ে ফেলা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর ব্যানারে। সংগঠনের সমস্ত নেতা কর্মীদের পরনে ছিল হলুদ রঙের ‘ফ্যাম ফর টিএমসি’ লেখা টি শার্ট। সেই সাথে প্রত্যেকের মুখে স্লোগান ছিল, ‘অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ সর্বাধিক নায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।’
ঠিক এমন সময় সেই ভরা সভামঞ্চে এসে উপস্থিত হন তৃণমূল বিধায়ক এবং পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। তখনও স্লোগান চলছিল সবার মুখে মুখে। এরপর ভরার সভায় আচমকা ছন্দপতন। সকলের সামনেই বাবুল সুপ্রিয় জানতে চান কে ঘোষণা করছে? তারপরেই একেবারে হাতে ধরে পুরোহিত মশাইয়ের পুষ্পাঞ্জলির মন্ত্র পড়ার মতো শুরু হয়ে যায় ক্লাস নেওয়া। সবার মাঝে এদিন বাবুল বললেন, ‘আমি যেটা বলছি সেটা তুমিও বলবে। তারপরে তোমার সব বন্ধুরাও বলবে। ব্য়াকরণ ঠিক রাখতে হবে।’
আরও পড়ুন: বাংলায় BJP ক্ষমতায় আসলে কী কী ফ্রি মিলবে? গেরুয়া শিবিরের বড় প্রতিশ্রুতি
এখানেই শেষ নয় একেবারে হাতে ধরে শেখানোর মতো বাবুল বললেন, ‘ব্য়াকরণটা ঠিক রাখো। ভাষাটা শিখে যাবে। ওটাই মেন। ছোটোবেলায় A, B,C,D শেখানো হয়।’ কিন্তু খাস কলকাতার যখন মমতা-অভিষেকের ছবি দেওয়া আলাদা আলাদা পতাকা-হোর্ডিং নিয়ে জল্পনা তুঙ্গে তখন ব্যাকরণ শিখিয়ে দলীয় কর্মীদের ঠিক কী বার্তা দিতে চাইলেন বাবুল সুপ্রিয়?
ব্য়াখ্য়াও দিয়েছেন তিনি নিজেই। তৃণমূল বিধায়ক ও পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয়র কথায়, ‘যদি অধিনায়ক বলেন অভিষেক ব্য়ানার্জি, …তাহলে কোচ কে? মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের দলে কোচ কে? কোচ কে? মমতা ব্যানার্জি আবার কে। অধিনায়ক বলুক, নায়ক বলুক।’