CBI তল্লাশির মাঝেই বিরাট চমক! নতুন দল ঘোষণা করলেন তৃণমূলের বিভাস

বাংলাহান্ট ডেস্ক : নিয়োগ দুর্নীতি কাণ্ডে দিন কয়েক থেকেই সংবাদের শিরোনামে তৃণমূলের বীরভূমের নলহাটি ২ নম্বর ব্লকের সভাপতি বিভাসচন্দ্র অধিকারী। ইতিমধ্যেই তাঁর ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় দল। শনিবার সকালে আচমকাই তৃণমূল নেতা বিভাস অধিকারীর (Bibhas Adhikari) বীরভূমের নলহাটির বাড়ি ও কলকাতার ফ্ল্যাটে হাজির হয়ে সিবিআইয়ের আধিকারিকরা তাকে টানা জিজ্ঞাসাবাদ করেন।

নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হওয়া কুন্তল ঘোষ ও গোপাল দলপতির মুখে শোনা গিয়েছিল বিভাস অধিকারীর নাম। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বিভাস সরাসরি যুক্ত, এমন তথ্য সিবিআইয়ের হাতে এসেছে বলেও সূত্রের দাবি। একইসঙ্গে বিভাস নলহাটিতে যে আশ্রম চালান, সেই আশ্রমকে সামনে রেখে বেআইনি কারবার চালাতেন বলেও সিবিআই সূত্রে উঠে আসছে তথ্য।

জানা গিয়েছে, দিন কয়েক আগে শারীরিক অসুস্থতার কথা বলে ব্লক সভাপতির পদ থেকে সরে এসেছেন তিনি। তবে, ওই পদে না থাকলেও তিনি এতদিন তৃণমূলেই ছিলেন বলে জানাচ্ছেন স্থানীয়রা। কিন্তু, এবার বিভাসের গলায় শোনা গেল অন্য সুর। নিরোগ দুর্নীতিতে বিভাসকে জিজ্ঞাসাবাদ নিয়ে যখন চর্চা তুঙ্গে, ঠিক তখনই নিজের নতুন দলের ঘোষণা করে চমক দেন বিভাস।

তিনি বলেন, ‘রাজনীতিতে কাউকে ছোট করা, নিন্দা করা হয় না। আগামীকাল থেকেই নতুন দল হবে। দলের নাম অল ইন্ডিয়া আর্য মহাসভা।’ নির্বাচন কমিশন থেকে দল গঠনের অনুমতি মিলেছে বলেই দাবি করেন বিভাস। তবে এই দলের প্রতীক কি হবে, বা পরবর্তী কি পরিকল্পনা আছে তা নিয়ে আজই মুখ খুলতে চাননি বিভাস। ফলে, বিভাসের নতুন দলগঠনকে কেন্দ্র করে রাজনৈতিক চর্চা তুঙ্গে উঠেছে।

Bibhas

বিভাস আরোও জানান, ২০১৮ সাল থেকে নতুন দলের পরিকল্পনা ঘুরছিল তার মাথায়। সেই সময় তিনি তৃণমূল (All India Trinamool Congress) দলের সক্রিয় সদস্য ছিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের কথায়, হঠাৎ করেই বিভাসের নতুন দল ঘোষণা করাটা খুবই তাৎপর্যপূর্ণ। ইডি সিবিআই থেকে বাঁচতেই কি নতুন দল ঘোষণা কৌশল নিলেন বিভাস, প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর