‘মুখ্যমন্ত্রীর সমালোচনা করলে বাড়ির সামনে বদলি হবে না’, চরম হুঁশিয়ারি নির্মল মাজির

বাংলা হান্ট ডেস্কঃ আবারও বিতর্ক সৃষ্টি করলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক নির্মল মাজি। কলকাতা মেডিকেল কলেজের অন্তর্গত এক ইন্টার্নের রেজিস্ট্রেশন বাতিল করার হুমকি থেকে শুরু করে আনিস খান মৃত্যুতে বিতর্কিত মন্তব্যের মাধ্যমে একাধিকবার খবরের শিরোনামে উঠে আসেন উলুবেরিয়ার এই তৃণমূল বিধায়ক। আর এবার বর্তমানে বাংলার স্বাস্থ্য ব্যবস্থা এবং স্বাস্থ্যকর্মীদের নিয়ে এমন এক মন্তব্য করে বসলেন তিনি, যাতে শুরু হয়েছে বিতর্ক।

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে বর্তমানে এখন একটি পদ্ধতি শুরু হয়েছে এবং সেটি হল, ‘বাড়ি যেখানে বদলি সেখানে।’ অর্থাৎ চিকিৎসক থেকে নার্স, টেকনিশিয়ান এবং স্বাস্থ্য পরিষেবার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের বাড়ির আশেপাশের এলাকাতেই বদলি হবে। তবে এদিন নির্মল মাজি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “যে সমস্ত মানুষেরা রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্রমাগত সমালোচনা করে চলেছেন তাদের ক্ষেত্রে এই নীতি কার্যকর করা হবে না।”

বৃহস্পতিবার মেদিনীপুরের ইন্টিগ্রেটেড আয়ুষ হাসপাতালে হোমিওপ্যাথি বিষয়ক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে নির্মলবাবু জানান, “বাড়ির কাছাকাছি বদলির বিষয়টি প্রথম আমার মাথাতেই আসে এবং বর্তমানে বাংলায় সেই নীতি কার্যকর করা সম্ভব হয়েছে। কিন্তু যারা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা বলে চলেছেন এবং তাঁর সমালোচনায় ব্যস্ত রয়েছেন, তাদের জন্য এই নীতি নয়।”

স্বভাবতই, নির্মল মাজির এই মন্তব্যের পর গোটা রাজ্যে সমালোচনার ঝড় উঠতে শুরু করে। এই প্রসঙ্গে রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়নস্বরূপ নিগমকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “স্বাস্থ্যব্যবস্থায় আমাদের নির্দিষ্ট কয়েকটি নীতি এবং নিয়োগ পদ্ধতি রয়েছে। কিন্তু এর বাইরেও কে কি বলছেন, সেই সম্পর্কে আমি কোন মন্তব্য করব না।”

তবে যাঁকে নিয়ে এই বিতর্ক সেই নির্মলবাবু ঘনিষ্ঠমহলে জানিয়েছেন যে, বর্তমানে বাংলা স্বাস্থ্যব্যবস্থাকে যারা ক্রমাগত বদনাম করে চলেছে, তাদের বিরুদ্ধে তিনি এই কথাটি বলেছেন। এটি কোনরকম ঘোষণা নয়। তবে তৃণমূল নেতার সাফাই-এর পরেও বর্তমানে বিতর্ক যে গোটা রাজ্যে ছড়িয়েছে, তা বলাবাহুল্য।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর