বাংলা হান্ট ডেস্কঃ ভোটের বাজনা বাজল বলে। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন (Assembly Election)। শাসক-বিরোধী সব শিবিরেই প্রস্তুতি তুঙ্গে। এরই মধ্যে বিজেপি (BJP) কর্মীদের ফের আসনের টার্গেট বেঁধে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নিজের খাসতালুক তমলুকে দাঁড়িয়ে শুভেন্দুর হুঙ্কার, ‘রাজ্যে হব ১৮০ অন্তত।’ এবার এই নিয়েই কটাক্ষ শাসকশিবিরের (Trinamool Congress)। বিজেপিকে পাল্টা দিলেন দেবাংশু (Debangshu Bhattacharya), কুণালরা।
শুভেন্দুকে খোঁচা দেবাংশুর- Debangshu Bhattacharya
এদিন ফেসবুকে দেবাংশু লেখেন, “২০০-র টার্গেট দিয়ে যারা ৭৭ পায়, ৩৫-এর টার্গেট দিয়ে যারা ১২ পায়, ১৮০-র টার্গেট সেট করে তারা ফাইনালি কত পেতে পারে?” একেবারে অঙ্ক কষে তৃণমূলের তরুণী নেতা বলেন, “ঐকিক নিয়মের অঙ্ক কী বলছে? ২০০-র ৭৭ হল প্রায় ৩৮ শতাংশ। ৩৫-এর ১২ হল ৩৪ শতাংশ। বিধানসভায় ট্র্যাক রেকর্ড ধরলে তারা সেট করা টার্গেটের ৩৮ শতাংশ হাসিল করতে পারে। সুতরাং, ১৮০-র ৩৮ শতাংশ হয় ৬৮-টি আসন। এবং লোকসভার ট্র্যাক রেকর্ড ধরলে ১৮০-র ৩৪ শতাংশ। অর্থাৎ ৬১টি আসন।”
গতকাল শুভেন্দু বলেন, ‘ইট মারলে পাটকেল খেতে হবে। হিন্দু জেগে গিয়েছে’। বাংলায় কি আইনশৃঙ্খলা আছে? নেই,। এই তালিবান সরকারকে সরাতে হবে’। ক্ষুদিরামে মূর্তির সামনে দাঁড়িয়ে শুভেন্দুর হুঙ্কার, ‘এই জেলার দুটি লোকসভা আসন নরেন্দ্র মোদীজিকে দিয়েছেন। শপথ নিন, আমরা দেব ১৬, রাজ্যে হব ১৮০ অন্তত’। এদিকে পাল্টা কটাক্ষ করে দেবাংশু বলেন, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিরোধী দলের তকমাও হারাবে।
আরও পড়ুন: হাতে মাত্র কয়েক ঘণ্টা! ধেয়ে আসছে কালবৈশাখী, দক্ষিণবঙ্গের ৯ জেলায় দুর্যোগ, আবহাওয়ার খবর
এদিকে কুণাল ঘোষও শুভেন্দুকে খোঁচা দিতে সময় নষ্ট করেননি। তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, “লোকে টার্গেট বাড়ায়, আর এরা টার্গেট কমাচ্ছে।” প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনে বাংলায় ২০০ আসনের টার্গেট বেঁধে দিয়েছিলেন কেন্দ্রীয় নরেন্দ্র মোদী অমিত শাহরা। তবে গেরুয়া শিবিরের ঝুলিতে গিয়েছিল মাত্র ৭৭টি আসনে। এবার ২১-র থেকে কমিয়ে ১৮০ আসনের টার্গেট বেঁধে দিয়েছেন পদ্ম বিধায়ক শুভেন্দু অধিকারী।