বাংলা হান্ট ডেস্কঃ ক্রমশই ঘনীভূত হচ্ছে প্রাথমিক নিয়োগ মামলার রহস্য। ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতি ( Teacher Recruitment Scam) মামলায় আদালতের হেফাজতে শাসকদলের বহু নেতা মন্ত্রী। এবার আরও বেগ নিল নিয়োগ দুর্নীতি ইস্যু। প্রাথমিক নিয়োগ মামলায় হাই কোর্টে তলব আরও এক তৃণমূল নেতাকে (TMC Leader) ! শুক্রবারই দিতে হবে হাজিরা।
নিয়োগ দুর্নীতি মামলায় এবার প্রকাশ্যে নাম জড়ালো আরও এক শাসক দলীয় নেতার। হাই কোর্ট দ্বারা তলব করা হল ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষকে (Devjyoti Ghosh)। সাথেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Gangopadhyay) নির্দেশ, শুক্রবারই আদালতে উপস্থিত থাকতে হবে তাকে।
ঠিক কি নির্দেশ দিলেন বিচারপতি? বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, শুক্রবার দুপুর ১টার মধ্যে আদালতে এসে হাজিরা দিতে হবে তৃণমূল নেতা দেবজ্যোতি ঘোষকে। শুধু তাই নয় এই মর্মে আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছ রাজ্য পুলিশকেও। ব্যারাকপুরের পুলিশ কমিশনারেটের নির্দেশে স্থানীয় থানা দেবজ্যোতির হাজিরা নিশ্চিত করবে বলেও নির্দেশ দিয়েছেন বিচারপতি। বুধবার আদালতে প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার শুনানি চলাকালীন তৃণমূল নেতার বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠে আসে।
তবে কিসের ভিত্তিতে উঠে এলো এই অভিযোগ? প্রাথমিক দুর্নীতিকাণ্ডে এক মামলাকারী অভিযোগ জানায় , টাকার বিনিময়ে চাকরি বিলি করতেন দেবজ্যোতি। তিনি লক্ষ লক্ষ টাকার বিনিময়ে এক জন অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করা ব্যক্তিকেও চাকরি করে দিয়েছিলেন বলেও বিস্ফোরক অভিযোগ করেন মামলাকারী। এদিন আইনজীবী দিব্যেন্দু চট্টোপাধ্যায়ের সওয়াল, দেবজ্যোতির সঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের যোগাযোগ ছিল। এরপরই দেবজ্যোতিকে আদালতে হাজিরার নির্দেশ দেয় হাইকোর্ট।
অন্যদিকে শুক্রবার দেবজ্যোতি আদালতে হাজিরা না দিলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।