ভোটের দিনই প্রয়াত হলেন মুর্শিদাবাদে তৃণমূলের ‘প্রতিষ্ঠাতা’, শোকাহত গোটা দল

বাংলাহান্ট ডেস্কঃ ভোটের দিন সকালেই প্রয়াত হলেন মুর্শিদাবাদ (Murshidabad) জেলার প্রভাবশালী তৃণমূল নেতা সাগির হোসেন। জানা যাচ্ছে, প্রার্থী তালিকা ঘোষিত হওয়ার পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। দলের দাপুটে নেতার মৃত্যুতে শোকস্তব্ধ তৃণমূলের (TMC)  জেলা নেতা-কর্মীরা।

মুর্শিদাবাদে তৃণমূলের জন্মলগ্ন থেকেই দলের সঙ্গে আছেন সাগির হোসেন। শুরু থেকেই তাঁর উপরে আস্থা ছিল দল ও দলনেত্রীর (Mamata Banerjee)। জেলা সভাপতি, রাজ্য সহ সভাপতি, জেলা শিক্ষা সংসদের প্রাক্তণ চেয়ারম্যান ছিলেন তিনি। এখন বর্তমানে তিনি ছিলেন জেলা তৃণমূলের সহ সভাপতি। এমনকি তিনি একাধিকবার দলের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করেছেন। দু’বার লোকসভা এবং দু’বার বিধানসভা ভোটে তিনি লড়াই করেছিলেন। তবে কোনও টাতেও জয়ের মুকুট আদায় করতে পারেন নি তিনি।

An Images

জানা গিয়েছিল, একুশের হাইভোল্টেজ লড়াইয়েও (WB Assembly Poll 2021) তাঁকে প্রার্থী করার কথা ছিল। সেই মত প্রচারও শুরু করে দিয়েছিলেন তিনি। তবে শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করে দল। ওই কেন্দ্রে প্রার্থী করা হয় ইদ্রিস আলীকে। সেই থেকেই সাগির হোসেন নিজেকে ঘরবন্দি করে ফেলেন। কোনও সভা-সমাবেশেও ঠিক মত দেখা যায়নি তাঁকে। তাঁর স্ত্রী জানিয়েছেন, দলের মুর্শিদাবাদ জেলার দীর্ঘদিনের সৈনিক প্রার্থী হতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। নিজেকে কার্যত একঘরে করে ফেলেছিলেন তিনি। তারপরই এদিন অর্থাৎ সোমবার মুর্শিদাবাদে ভোটগ্রহণের দিনই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

দলের বর্ষীয়ান নেতার এমন অকাল মৃত্যুতে শোকস্তব্ধ মুর্শিদাবাদ জেলা তৃণমূলের নেতা-কর্মীরা। উল্লেখ্য, এর আগে মুর্শিদাবাদে ভোটের আগেই প্রয়াত হয়েছেন দুজন প্রার্থী। যার ফলে ওই দুই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন (Election Commission)।

সম্পর্কিত খবর