জলের দামে ফলের রস কিনতে গিয়েছিলেন তৃণমূল নেতা, ১২ লক্ষ টাকার প্রতারণা করে পালাল জালিয়াত

বাংলা হান্ট ডেস্কঃ স্বর্ণ মুদ্রার প্রতি কার না আকর্ষণ থাকে। সংগতি থাকলে অনেকেই এ ধরনের মুদ্রাগুলি নিজেদের বাড়িতে রাখতে চান। কিন্তু জেনে-বুঝে জিনিস না কিনলে অনেক সময় পড়তে হয় প্রতারণার ফাঁদে। এবার প্রতারণার ফাঁদে পড়লেন খোদ রাজ্যের শাসক দলের এক নেতাই। রানাঘাট থানায় দায়ের করা অভিযোগ অনুযায়ী, তার কাছে প্রতারকরা ৯৫ টি জাল স্বর্ণমুদ্রা গছিয়ে দিয়ে গেছেন এবং তার বিনিময়ে
নিয়ে গেছেন প্রায় ১২ লক্ষ টাকা।

রানাঘাটের এই তৃণমূল নেতার নাম শঙ্কর অধিকারী। তিনি তৃণমূলের রানাঘাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর। তার দাবি, কিছুদিন আগে বীরভূমের লাভপুর থেকে গোপাল সর্দার নামে এক ব্যক্তি তার কাছে আসে এবং জানায় তার কাছে কিছু পুরোনো স্বর্ণমুদ্রা রয়েছে। যা কম পয়সায় বিক্রি করতে চায় সে। এইদিন একটি স্বর্ণমুদ্রা শঙ্করবাবুকে দিয়েও যান গোপাল।

তা পরীক্ষা করিয়ে শঙ্করবাবু দেখেন মুদ্রাটি খাঁটি সোনার এ নিয়ে কোন সন্দেহ নেই। কিন্তু এই বিশ্বাসের সূত্র ধরেই প্রতারিত হন শঙ্করবাবু। এরপর আরও ৯৫ টি মুদ্রা ১২ লক্ষ টাকায় তার কাছে বিক্রি করে গোপাল। কিন্তু পরবর্তী ক্ষেত্রে জানা যায় প্রথম বিক্রি করা স্বর্ণমুদ্রাটি আসল হলেও বাকি সমস্ত স্বর্ণমুদ্রাই জাল। এরপরেই রানাঘাট থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করেন শঙ্কর অধিকারী।

আপাতত গোপাল সর্দার হিসেবে নিজের পরিচয় দেওয়া ওই ব্যক্তিকে খুঁজে বেড়াচ্ছে পুলিশ। খবর দেওয়া হয়েছে লাভপুর থানাতেও। পুলিশের আশা, বিষয়টি দ্রুত নিষ্পত্তি করতে পারবেন তারা।

 

Abhirup Das

সম্পর্কিত খবর