বাংলা হান্ট ডেস্ক: “দেশের আর্থিক অবস্থার যেভাবে অবনতি হচ্ছে তার জন্য নরেন্দ্র মোদির নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।” গতকাল ডোমজুড়ে মহরমের একটি অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নরেন্দ্র মোদি কটাক্ষ করে একথা বলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, অসমে হিতে বিপরীত অবস্থা তৈরি হয়েছে বিজেপির, চূড়ান্ত নাগরিকপঞ্জির জন্য সমালোচনার মুখে পড়েছে গেরুয়া শিবির। বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন তিনি। অথচ গেরুয়া শিবির নিজেই এই নাগরিকপঞ্জির জোরদার দাবি জানিয়েছিল। বিজেপির এমন পরিস্থিতির সুযোগ নিয়ে সদ্ব্যবহার করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তুমি আক্রমনাত্মক সুরে বলেন, ”রাজনৈতিক লাভ তোলার চেষ্টা করা হচ্ছিল, তাদের মুখোশ খুলে দিয়েছে এনআরএসি বিপর্যয়।”
মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে পোস্ট করে লিখেছেন, ‘রাজনৈতিক লাভ তোলার চেষ্টা করা হচ্ছিল, তাদের মুখোশ খুলে দিয়েছে এনআরসি বিপর্যয়। দেশকে জবাব দিতে হবে তাদের। দেশ ও সমাজের স্বার্থ পরিহার করে অসত্ উদ্দেশ্যে কাজ করলে এমনটাই ঘটে।’ শুধু তাই নয় মমতা আরো বলেছেন, ‘ভাই-বোনদের জন্য খারাপ লাগছে। জাঁতাকলে পড়ে ভুগতে হয়েছে তাঁদের।’
ইতিমধ্যেই অসমে নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা সমালোচনার তুঙ্গে গেরুয়া শিবির। খসড়ায় নাম ছিল না প্রায় ৪০ লক্ষেরও বেশি মানুষের। যদিও চূড়ান্ত তালিকাতে সে পরিমাণ কমেছে, বর্তমানে তা এসে দাঁড়িয়েছে ১৯ লক্ষে। কিন্তু এই এনআরসি তালিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে কংগ্রেস-বিজেপি দুপক্ষই। তারা জানিয়েছেন যে বৈধ নাগরিকরাই বাদ পড়ে গিয়েছে এই নাগরিকপঞ্জি থেকে। আর তার জায়গায় স্থান পেয়েছে বিদেশীরা।
বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মাই নিজেই প্রশ্ন তুলে বলেছেন, ‘বাংলাদেশ সীমান্ত ঘেঁসা দক্ষিণ সালমারা, ধুবড়ির মতো এলাকায় অনুপ্রবেশকারী’দের বাতিলের হার সবথেকে কম। উল্টে যে সমস্ত এলাকায় প্রকৃত অসমিয়ারা বসবাস করেন, সবচেয়ে বেশি বাদ পরার সংখ্যা সেখানে। এই ঘটনা কিভাবে সম্ভব? এনআরসি নিয়ে আমাদের কোনও মাথাব্যাথা নেই।’