বাংলা হান্ট ডেস্ক: দিনের পর দিন ফোন করে সরকারি কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল বিধায়ক শংকর দলুইয়ের বিরুদ্ধে৷ জানা গেছে সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক ঋতেন মান্নার সাথে ঘটেছে ঘটনাটি। গতকাল ঘাটাল ব্লকের BDO-কে লিখিত আকারে বিষয়টি জানিয়েছেন তিনি৷ BDO অরিন্দম দাশগুপ্তকে তিনি জানিয়েছেন, তৃণমূল বিধায়কের এইভাবে দেয়ালজুড়ে রীতিমতো নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি৷ শুধু তাই নয় এর পাশাপাশি ঋতেন আরও অভিযোগ জানান, বিধায়কের ফোনের পর লাগাতার প্রাণনাশেরও হুমকি আসছে।
প্রতিবার তৃণমূল বিধায়ক পঞ্চায়েতের নির্মাণ সহায়ককে ফোনে বদলি ও দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন৷ এমনকি এই ঘটনার একটি অডিও ভাইরাল হয়েছে সম্প্রতি৷ নির্মাণ সহায়ক ঋতেন মান্নাকে রীতিমতন আক্রমনাত্মক সুরে হুমকি দিয়ে বলছেন, “চরিত্রটা আগে জানতাম৷ আরও একটু প্রকাশ হচ্ছে৷ BJP-কে তোল্লাই দেওয়া হচ্ছে৷ BJP-র দালাল৷ কাটিয়ে দেব৷ তোমাকে বুঝিয়ে দেব৷ তুমি সরকারের কর্মী৷ কালীপুজোটা কাটুক৷ কোথায় পাঠাতে পারি দেখছি৷ এক মাঘে শীত যায় না৷ কী করব বুঝিয়ে দেব তোমাকে৷ কোথায় পাঠাই দেখো৷”
ঋতেন মান্না নিতান্ত ভয়ের সাথে BDO-কে জানিয়েছেন, বিধায়কের ফোনের পর নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি৷ বিনীতভাবে আবেদন জানিয়েছেন যে এই ঘটনার বিরুদ্ধে তিনি এমন কিছু ব্যবস্থা নেওয়া হোক যাতে তিনি সুষ্ঠুভাবে দপ্তরে কাজ করতে পারেন৷ সম্প্রতি এই সরকারি কর্মচারী কে ফোন করে হুমকি দিয়ে বদলি ও দেখে নেওয়ার কথা বলায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে প্রশাসনিক মহলে৷ যদিও BDO এবিষয়ে কোনও মন্তব্য করতে চাননি৷