বাংলা হান্ট ডেস্কঃ ফের একবার দলের অন্দরে গোষ্ঠী দ্বন্দ্বের জের আর সেই কারণেই এবার দলীয় কর্মীর হাতে বেধরক মারধর খেলেন তৃণমূল (Trinamool Congress) নেত্রীর স্বামী। হুগলির (Hooghly) শ্রীরামপুরের (Serampur) এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। এক্ষেত্রে গোষ্ঠী দ্বন্দ্বের বিষয়টিকে সামনে এনে শাসক দলকে আক্রমণ শানিয়েছে বিরোধীরা।
ঘটনাটি হুগলি জেলার শ্রীরামপুরের পিয়ারপুর এলাকার। গত বৃহস্পতিবার তৃণমূল নেত্রী তথা উত্তরপাড়া পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য এবং পরিবেশ কর্মাধ্যক্ষ পম্পা ঘুঘুর স্বামীর উপর হামলা চালায় কয়েকজন যুবক। এক্ষেত্রে তাকে মারধর করার পাশাপাশি হেনস্থা করা হয় খবর।
মারধরের ঘটনায় গুরুতরভাবে জখম হয়ে পড়ে তৃণমূল নেত্রী পম্পা ঘুঘুর স্বামী রাজু ঘুঘু। পরবর্তীতে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়ে তাকে। বর্তমানে বেশ কিছুটা সুস্থ রয়েছেন তিনি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল স্থানীয় থানায় অভিযোগ জানিয়েছেন পম্পাদেবী।
তৃণমূল নেত্রীর অভিযোগ, এর আগেও দুই বার তাদের ওপর হামলার ঘটনা ঘটে। তবে কি কারণে বারংবার এহেন ঘটনা ঘটে চলেছে, সেই বিশেষ স্পষ্ট কোন উত্তর দেননি তিনি। পাশাপাশি তৃণমূল দলের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পাশাপাশি হুগলি জেলার নেতৃত্বের কাছেও অভিযোগ জানিয়েছেন তিনি।
গোটা ঘটনার প্রসঙ্গে শাসক দলের গোষ্ঠী দ্বন্দ্বর বিষয়টি তুলে ধরার পাশাপাশি তাদের আক্রমণ শানিয়েছে বিরোধী দলগুলি। তবে অপরদিকে এর সঙ্গে রাজনীতির কোন রকম যোগসূত্র নেই বলে দাবি তৃণমূল জেলা সভাপতি অরিন্দম গুঁইনের। তিনি বলেন, “ঘটনাটি প্রসঙ্গে সম্পূর্ণরূপে খোঁজ নিয়েছি। এটা পারিবারিক বিষয়। এর সঙ্গে রাজনীতির কোন রকম যোগসূত্র নেই।”
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা