পুলিসের পোশাকে দেখা গেল তৃণমূল নেতাকে! ছবি ভাইরাল হতেই তুঙ্গে বিতর্ক

বাংলা হান্ট ডেস্ক : আবার নতুন বিতর্কে জোড়াফুল শিবির। এবার পুলিসের পোশাকে তৃণমূল নেতার (TMC Leader) ছবি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। এরপরই শোরগোল শুরু হয় গোটা রাজ্য জুড়ে। এই তৃণমূল নেতার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) সহ আরও বেশ কয়েকটি প্রশাসনিক দফতরে অভিযোগ জমা পড়েছে। শুধু তাই নয়, বেআইনী বালি ব্যবসা সহ একাধিক দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগও উঠে আসছে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে।

এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার জামালপুর এলাকায়। অভিযুক্ত তৃণমূল নেতার নাম সেখ ফিরোজ। তাঁর আর একটি পরিচয় রয়েছে। জামালপুরের বেরুগ্ৰাম পঞ্চায়েতের প্রধানের স্বামী তিনি। এবার তাঁর বিরুদ্ধে নতুন অভিযোগ প্রকাশ্যে এল। মুখ্যমন্ত্রী বর্ধমানে আসার কয়েক ঘন্টা আগেই এই ঘটনায় বেশ অস্বস্তিতে শাসক দল। শাসকদলের নেতাদের একাংশই অভিযোগ তুলেছেন ফিরজের বিরুদ্ধে। অপরদিকে এই ঘটনায় শাসক দলকেও নিশানা করেছে বিরোধী রাজনৈতিক নেতারা। প্রশ্ন উঠছে পুলিসের পোশাক ওই নেতার গায়ে উঠলো কিভাবে? আবার ঘটা করে ছবিও তোলা হল।

   

tmc flg

প্রশাসনিকে পাত্তা না দিয়েই অবাধে বালি পাচার চলত জামালপুরে। ১৫ পাতার একটি অভিযোগপত্রে তৃণমূলের একাংশের নেতারা বলেছেন, ভারত রক্ষা আইনের আওতাভুক্ত দামোদর নদের বাঁধ কেটে বালি মাফিয়াদের রাজত্ব চলছে। জামালপুরের বেরুগ্ৰাম, চক্ষণজাদী, কামালপুর, চলবলপুর, হাবাসপুর, সারাংপুর, দাদপুর, শিয়ালী, কোড়া, মুইদিপুর সহ বিভিন্ন এলাকায় অবৈধ ভাবে ঘাট তৈরি করে দেদার বালি পাচার চলছে। আর এই পাচারে নেতৃত্ব দিচ্ছে সেখ সাহাবুদ্দিন ওরফে দানি এবং সেখ ফিরোজ।

দুই তৃণমূল নেতার একাধিক ছবি ইতিমধ্যেই ভাইরাল নেট দুনিয়ায়। রাজ্যের বিভিন্ন মন্ত্রী থেকে শুরু করে শীর্ষ নেতৃত্বের কাছাকাছি দাঁড়িয়ে ছবি রয়েছে তাঁদের। এবার সেখ ফিরোজ পুলিসের পোশাকে ছবি নতুন বিতর্ক তৈরি করেছে। তা নিয়েঃ এখন তোলপাড় রাজনীতি।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর