পুরভোটের আগে ধস তৃণমূলে! বিজেপিতে যোগ দিলেন মতুয়া সঙ্ঘ তথা শাসক দলের প্রভাবশালী নেতা

বাংলা হান্ট ডেস্কঃ পুরভোটের আগে বড় ধাক্কা শাসক দল তৃণমূলে (TMC)। আজ নবদ্বীপে তৃণমূলের দাপুটে নেতা তথা মতুয়া সঙ্ঘের নেতা গোপাল মন্ডল বিজেপিতে (BJP) যোগ দেন। নাগরিকত্ব আইনকে সমর্থন করে তথা নবদ্বীপ শহরে তৃণমূলের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল নেতা।

বিজেপি নবদ্বীপ শহর দক্ষিণ মণ্ডলের কনভেনর শশধর নন্দী ও জেলা নেতৃত্বের উপস্থিতিতে বিজেপি তে যোগদান করলেন। পুরভোটের আগে তৃণমূল নেতা বিজেপির হাত ধরায় বেশ বিপাকে নবদ্বীপ তৃণমূল কংগ্রেস। বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল যে তিনি তৃণমূলে যোগ দেবেন। কিন্তু জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তিনি বিজেপিতে যোগ দিলেন।

বিজেপিতে যোগ দেওয়ার পর যেমন গেরুয়া শিবির নবদ্বীপ অঞ্চলে পুরভোটের আগে নতুন করে অক্সিজেন পেলো। তেমনই উনি দাবি করেছেন যে, নবদ্বীপ পুরসভা এবার বিজেপির দখলে আসা সময়ের অপেক্ষা মাত্র। গত লোকসভা ভোটে রানাঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি বড় জয় হাসিল করে নেয়। আর এই লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে নবদ্বীপ পুরসভা।

Koushik Dutta

সম্পর্কিত খবর