‘শুভেন্দু  মার খেলে খুশি হতাম!’ বিজেপি নেতার ‘আঁচড় কাণ্ডে’ এ কি বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়?

বাংলা হান্ট ডেস্কঃ বাংলায় বিধানসভা নির্বাচনের এখনও এক বছর বাকি। কিন্তু তার আগে থেকেই একেবারে যুযুধান শাসক-বিরোধী উভয়পক্ষ। এই পরিস্থিতিতে বিগত কয়েকদিন ধরেই নানা ইস্যুকে কেন্দ্র করে সরগরম রাজ্য-রাজনীতি। সুযোগ পেলেই একে অপরকে আক্রমণ শানাতে ছাড়ছে না শাসক-বিরোধী উভয়পক্ষ। সম্প্রতি বেলগাছিয়ায় গিয়ে রাজ্য পুলিশের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ এনে শোরগোল ফেলে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এবার এই ইস্যুতেই সরব হয়েছেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ-আইনজীবী কল্যাণ বন্দ্য়োপাধ্যায় (Kalyan Banerjee)।

শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) নিয়ে এ কি বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

অকাট্য যুক্তিতে কল্যাণের দাবি শুভেন্দুর (Suvendu Adhikari) এই অভিযোগ মিথ্যে। তবে শুভেন্দু মার খেলে খুশি হতেন বলেই জানিয়েছেন তৃণমূল নেতা। রাজ্যের বিরোধী দলনেতাকে চরম কটাক্ষ করে কল্যাণ বলেছেন,’শুভেন্দু মিথ্যে কথা বলছেন, তবে মার খেলে খুশি হতাম।’

নিজের দাবির সপক্ষে তৃণমূলের সাংসদের আইনজীবীর ব্যাখ্যা, ‘শুভেন্দু (Suvendu Adhikari) কেন্দ্র থেকে জেড ক্যাটাগরির নিরাপত্তা পান। অর্থাৎ ওকে ঘিরে রাখে ৩৫ জনেরও বেশি কেন্দ্রীয় জওয়ান। তাই একথা তো স্পষ্ট যে ও রাজ্য পুলিশের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনেছেন।’ একইসাথে তিনি দাবি করেছেন এই মুহূর্তে ‘বাজার গরম’ করার জন্য এসব মিথ্যে কথা বলছেন বিজেপি নেতা। যদিও এখনও পর্যন্ত এই এবিষয়ে শুভেন্দু অধিকারীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কি অভিযোগ ছিল শুভেন্দুর?

বিরোধী দলনেতার দাবি ছিল, ‘আমাকে রক্তাক্ত করেছে পুলিশ। এই রক্ত আমি গুছিয়ে রাখলাম। আমি কি বাড়ি থেকে ব্লেড দিয়ে হাত কেটে এসেছি? আপনি মারলেন কেন? সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে পারেন না। আপনি আটকাবেন না কেন?’

BJP MLA Suvendu Adhikari allegedly harassed by Police in Howrah Belgachia

প্রসঙ্গত কদিন আগেই বেলগাছিয়ার ভাগাড়ে ধ্বস নামায় পানীয় জলের ব্যাপক তৈরী হয় সঙ্কট হাওড়ার বেলগাছিয়া-সহ বিস্তীর্ণ অঞ্চলে। একইসাথে বেশ কিছু বাড়িতেও ধস-ফাটল ধরায় তৈরী হচ্ছে অস্তিস্ত্ব সংকট। চরম দুর্ভোগের মধ্যে থাকা ঘরহারাদের সাথে সোমবার দেখা করতে গিয়ে পুলিশের হাতে চরম হেনস্থা হয়েছে বলে অভিযোগ এনেছিলেন শুভেন্দু। ওই ঘটনার প্রতিক্রিয়াতেই এদিন এমন মন্তব্য করেছেন তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর