মুড়িমুড়কির মতো বোমা, বিস্ফোরণে মৃত্যু তৃণমূলের উপপ্রধানের

বাংলা হান্ট ডেস্কঃ কদিন আগেই পানিহাটি ও ঝালদার কাউন্সিলরকে একই দিনে খুব কাছ থেকে গুলি করে খুন করা হয়। মৃত দুই কাউন্সিলরের মধ্যে একজন ছিলেন কংগ্রেসের, একজন তৃণমূল কংগ্রেসের। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরও এক নেতা খুন।

এবার প্রাণ হারালেন তৃণমূলের উপ প্রধান। সোমবার বীরভূমের রামপুরহাট যেন ‘ওয়াসিপুর” হয়ে ওঠে। রামপুরহাটের জনবহুল এলাকায় এদিন ভরসন্ধ্যায় মুহুর্মুহু বোমা পড়তে থাকে। জানা গিয়েছে, সেই বোমা হামলা চালানো হয়েছিল তৃণমূলের দাপুটে নেতা তথা উপ প্রধান ভাদু শেখকে খুন করার জন্য।

বোমার আঘাতে আহত হওয়া ভাদুকে তড়িঘড়ি রামপুরহাট মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। যদিও, বোমা বিস্ফোরণে ভাদু শেখ আহত হলেও থামেনি বোমাবাজি। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

রাজ্যে একের পর এক নেতার খুনের ঘটনাকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। আর এবার তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলের এলাকায় খুন হতে হলে দলের নেতাকে। ঘটনার পর গোটা এলেকায় চরম চাঞ্চল্য ছড়িয়েছে।


Koushik Dutta

সম্পর্কিত খবর