বাংলা হান্ট ডেস্কঃ ভরসন্ধ্যায় তৃণমূল কাউন্সিলরকে খুনের চেষ্টা! কসবার ঘটনার রেশ এখনও পুরোপুরি কাটেনি। এই আবহেই এবার বিস্ফোরক দাবি করলেন শাসক দলের নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। বাম জমানার প্রসঙ্গ টেনে তিনি বলেন, কসবা এলাকায় এই জমি নিয়ে অন্ততপক্ষে ১০,০০০ কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে। শুধু তাই নয়, এই নিয়ে সিবিআই (CBI) তদন্তের দাবিও জানিয়েছেন কুণাল।
কসবা কাণ্ডের আবহেই বিস্ফোরক কুণাল (Kunal Ghosh)!
জমির বিবাদের জন্যই তৃণমূল (Trinamool Congress) কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টা? এই নিয়ে তদন্ত চলছে। এর মাঝে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বেশ কিছু বিস্ফোরক দাবি করলেন কুণাল। তৃণমূল নেতার দাবি, সিপিএমের আমলেই কসবা অঞ্চলে জমি নিয়ে রেষারেষির এই ‘বীজ বপন’ হয়েছিল।
কুণাল (Kunal Ghosh) বলেন, ‘একসময় সিপিএমের লোকাল কমিটির সম্পাদক গুরুপদ বাগচিকে তাদেরই দলের আরেকটি গোষ্ঠীর গুণ্ডারা প্রকাশ্যে গুলি করে হত্যা করেছিল। সেখানে একজন প্রোমোটার গ্রেফতার হন। এই বাড়ি, জমি দখলের মধ্যে সিপিএমের দু’টী গোষ্ঠী জড়িয়ে গিয়েছিল। সিপিএমের আমলেই এই বীজ বপন করা হয়েছে। এটার সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি’।
আরও পড়ুনঃ ‘দু’দিনের মধ্যে…’! অবৈধ হোর্ডিং নিয়ে মামলা! এবার কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের
এখানেই না থেমে তৃণমূল (TMC) নেতা প্রশ্ন করেন, ‘সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটের আগে পড়ে ওই এলাকায় মৎস দফতরের অধীন থাকা জলা জমি বাম আমলে স্থলভূমি কীভাবে হয়ে গেল? ওখানে পরপর বাড়ি, পরপর হাউজিং উঠছে। এর মধ্যে ওই জমানার অন্ততপক্ষ ১০,০০০ কোটি টাকার কেলেঙ্কারি রয়েছে’।
এদিকে খাস কলকাতার কসবার (Kasba) মতো এলাকায় ভরসন্ধ্যায় তৃণমূল কাউন্সিলরকে খুনের চেষ্টা! এই ঘটনা ঘিরে রাজ্যজুড়ে ভালো শোরগোল পড়ে গিয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় গুলজার সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সেই সঙ্গেই উঠে এসেছে গুলশন কলোনি নিবাসী জুলকারের নাম।
সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জুলকারের ওপর তিলজলা-তপসিয়ার একজন প্রভাবশালী জনপ্রতিনিধির ‘হাত’ রয়েছে। তবে জুলকারের দাবি, তিনি নিজে সেখানে জমি কিনে ঠকেছেন। পাশাপাশি তাঁর বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি। এই আবহে এবার সাংবাদিকদের সামনে বিস্ফোরক কিছু দাবি করলেন কুণাল (Kunal Ghosh)। বাম আমলেই জমি নিয়ে রেষারেষির এই ‘বীজ বপন’ হয়েছিল বলে দাবি করেন তিনি। একইসঙ্গে কম করে ১০,০০০ কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে বলেও মন্তব্য করেন তৃণমূল নেতা।