বাংলা হান্ট ডেস্কঃ আরজিকর কাণ্ডের শুরু থেকে তিলোত্তমাকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার আন্দোলনে জুনিয়র চিকিৎসকদের সাথে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিলেন সমাজের সর্বস্তরের মানুষ। পথে নেমে পা মিলিয়ে ছিলেন বিনোদন জগতের তারকারাও। এবার আরজিকর আন্দোলনে যোগ দেওয়া এই সমস্ত শিল্পীদের বয়কট করার ডাক দিলেন তৃণমূল মুখপাত্র তথা তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।
কোন শিল্পীদের বয়কট করলেন কুণাল? (Kunal Ghosh)
আর জি কর কান্ডের শুরু থেকেই তৃণমূল বিরোধীদের কড়া বাক্যবানে শাসিয়েছেন কুণাল (Kunal Ghosh)। কারণ আরজিকর আন্দোলনকে অনেকেই সরকার বিরোধী আন্দোলনে রূপান্তরিত করার চেষ্টা করেছিলেন বলে দাবি করেছিলেন কুণাল। চলতি বছরের আগস্ট মাস থেকে কলকাতার রাজপথে জুনিয়র চিকিৎসকদের সাথে গলা মিলিয়ে ছিলেন বিনোদন জগতের শিল্পীরাও।
স্লোগান তুলেছিলেন ‘জাস্টিস ফর আরজিকর’-এর। এমনকি ডাক্তাররা যখন অনশনে বসে ছিলেন সেই সময় কয়েকজন শিল্পীও প্রতীকী অনশনে সামিল হয়েছিলেন। এবার তাঁদের উদ্দেশ্যেই কড়া বার্তা দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)।
সাংবাদিক বৈঠক থেকে একেবারে স্পষ্ট কুনাল এদিন বললেন ‘আরজিকরের নিন্দা করেছে বলে বাদ একদম নয়। ১০০ শতাংশ নিন্দা করবেন,কেন করবেন না? যাঁরা এই স্লোগান দিয়েছেন অমুকের গালে জুতো মারো। আবার তালে তালে কখনও বলছেন বাংলাদেশের মতো পালাতে হবে। মিথ্যা বিকৃত ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে নাটক করেছেন। তারা কেউই আমাদের দলের আয়োজিত কোন অনুষ্ঠানে থাকবেন না। এতে তৃণমূল কর্মীদের আবেগে এতে আঘাত লেগেছে।’
আরও পড়ুন: বহাল থাকছে সিঙ্গেল বেঞ্চের রায়! ১৪ বছর পর জয় শিক্ষকদের, কোন মামলায়?
এখানেই শেষ নয় এদিন কুণাল ঘোষ আরও জানিয়েছেন, এবার থেকে ধরে ধরে শিল্পী তালিকা খতিয়ে দেখবেন তিনি। এবার থেকে তৃণমূলের কোনো অনুষ্ঠানে এমন কাউকে আনা হবে না যারা আরজিকর আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন।
কুণালের কথায়, ‘দু’মাস আগে বিপ্লব করে তারপর অ্যাডভান্স নিয়ে তৃণমূলের মঞ্চে নাচ গান করবেন ওসব এবার আর হবে না।’ একেবারে সরাসরি নাম নিয়ে কুণাল বলেছেন, ‘বাদশা মৈত্রের কথা বলছি না। উনি সিপিএম সমর্থক, তাঁর বিরুদ্ধে কোন অভিযোগ নেই। তৃণমূলের সঙ্গে যাদের মতাদর্শে মেলে না তাদেরও অধিকার রয়েছে। তবে যে বা যারা ইছাকৃতভাবে পরিকল্পনামাফিক নিজেদের ধান্দায় এই আন্দোলন করেছেন তাদের বয়কট করুন।’