লটারির দোকান থেকে টিকিট কাটলেন কুণাল ঘোষ, এবার কী তিনিও হবেন কোটিপতি? প্রশ্ন সবার

বাংলাহান্ট ডেস্ক : একের পর এক দুর্নীতির পাশাপাশি রাজ্যের লটারি কাণ্ড রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিভিন্ন বিরোধী দল লটারি কোম্পানির সাথে তৃণমূল নেতাদের যোগসাজোসের অভিযোগ প্রকাশ্যে আনছেন।

কিছুদিন আগে ডিয়ার লটারিতে পুরস্কার জেতেন এক তৃণমূল বিধায়কের স্ত্রী। সেই নিয়েও কটাক্ষ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আবার গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলের সাথে লটারি কাণ্ডের সম্পর্ক থাকার অভিযোগও সামনে আসছে। সিবিআই থেকে ইডি, বিভিন্ন গোয়েন্দা সংস্থা এই বিষয়ে তদন্তও করছে।

এমনই বিতর্কিত সময়ে লটারির দোকানে গিয়ে লটারি কাটলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। শুভেন্দু অধিকারীর নিজের “ঘরের এলাকায়” আজ সকাল বেলা প্রাতঃভ্রমণে বেরিয়ে কুণাল ঘোষ লটারি কিনলেন। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি নিজে পোস্টও করেছেন কুণাল। আজ সকালবেলা কুণাল ঘোষ মেদিনীপুর জেলার একটি দোকান থেকে লটারির টিকিট কাটেন। হলদিয়ার একটি লটারির স্টলে নিজে উপস্থিত হয়ে তিনি একটি লটারি টিকিট কাটেন।

এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর অনেকে মজা করে বলছেন, “কুণাল বানেগা ক্রৌড়পতি!” লটারি কাটার ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে কুণাল লেখেন, “ডিয়ার লটারির টিকিট বিক্রেতাকে বললাম, “এটা নাকি আগে থেকে সব ঠিকঠাক থাকে?” তিনি বললেন, “এসব তো জানিই না। আমরা বিক্রি করি শুধু।” একথা শোনার পর তিনিও লটারির টিকিট কাটার ইচ্ছে প্রকাশ করেন।

তৃণমূলের মুখপাত্র তিরিশ টাকার লটারি টিকিট কেটেছেন বলে জানা গিয়েছে। তার কথায়, “এখন আছি হলদিয়ায়। সকাল। রাস্তার মোড়ে চায়ের দোকানে কিছুক্ষণ। তারপর গোঁফের যত্নে সেলুনে। স্থানীয় অনেকের সঙ্গে দেখা, আলাপ, কথা। তৃণমূল কর্মীদের অনুরোধে পার্টি অফিস চত্বরে কিছুক্ষণ। এরপর সুতাহাটা যাব। জরুরি কাজ।”

1606322877 5fbe8abdd5232 kg

এই বিষয়ে সংবাদ মাধ্যমকে কুণাল ঘোষ জানান, “লটারি তো অনেকেই কাটে। ৩০ টাকা দিয়ে আমিও কাটলাম। জেতা না জেতা তো অন্য ব্যাপার।” এরই সাথে তৃণমূলের এই নেতা স্পষ্ট করে দেন চারদিকে লটারি নিয়ে এত শোরগোলের জন্যই তিনি নিজে লটারি কাটলেন এবার।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর