‘অবিলম্বে হেফাজতে নিয়ে জেরা করা উচিত’! বোমা ফাটালেন কুণাল! আরজি কর কাণ্ডে নয়া মোড়?

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার (RG Kar Case) পর কেটে গিয়েছে ৬ মাস। ইতিমধ্যেই এই মামলায় সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদহ আদালত। তাঁকে আমৃত্যু কারাদণ্ড এবং জরিমানা করেছেন বিচারক অনির্বাণ দাস। যদিও নির্যাতিতার মা-বাবা এবং নাগরিক সমাজের একাংশের দাবি, এই ঘটনার সঙ্গে একা সঞ্জয় নন, আরও অনেকে জড়িত থাকতে পারেন। এবার এই নিয়ে মুখ খুললেন তৃণমূলের (Trinamool Congress) রাজ্য সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।

আরজি কর কাণ্ড নিয়ে ফের বিস্ফোরক কুণাল (Kunal Ghosh)!

৯ ফেব্রুয়ারি, সোমবার আরজি করের নিহত তরুণী চিকিৎসকের জন্মদিন ছিল। ঘটনাচক্রে সেদিনই ধর্ষণ হত্যাকাণ্ডের ৬ মাস হয়েছে। মেয়ের জন্মদিনের দিন একগুচ্ছ কর্মসূচি ছিল তিলোত্তমার মা-বাবার, পথে নেমেছিলেন তাঁরা। নির্যাতিতার মা-বাবার আবেদনে সাড়া দিয়ে চিকিৎসক ও বিনোদন জগতের একাংশও রাস্তায় নামেন। গতকাল কলেজ স্কোয়্যার থেকে আরজি কর হাসপাতাল অবধি মৌন মিছিল করা হয়।

এই আবহে মুখ খুললেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। তৃণমূল নেতার দাবি, এবার যদি কেউ দাবি করেন আরজি কর কাণ্ডের সঙ্গে একা সঞ্জয় রায় জড়িত নন, তাহলে তাঁদের অবিলম্বে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত।

আরও পড়ুনঃ রেশন দুর্নীতি মামলায় জামিন! হাবড়ায় গিয়েই বিরাট ঘোষণা করলেন জ্যোতিপ্রিয়! জোর শোরগোল

তৃণমূলের (TMC) রাজ্য সম্পাদক বলেন, ‘যারা বলছেন, আসল অপরাধী এখনও আরজি করে লুকিয়ে রয়েছে। স্পষ্ট বলছি, তদন্ত শেষ হয়েছে। কলকাতা পুলিশ গ্রেফতার করেছে। সিবিআই মান্যতা দিয়েছে। শিয়ালদহ আদালত শাস্তি দিয়েছে। তবে আজ যারা রাস্তায় নেমে বলছে আসল দোষী… আসল দোষী বলছেন, আসলে তাঁরা সঞ্জয়কে বাঁচাতে নেমেছেন’।

Kunal Ghosh

এখানেই না থেমে কুণাল (Kunal Ghosh) আরও বলেন, ‘এরা ধর্ষককে বাঁচানোর লোক। খুনিকে বাঁচানোর লোক। এই কথাটা যারা বলছেন, আসল অপরাধী লুকিয়ে রয়েছে। তার মানে আসল অপরাধী কে সেই প্রমাণ তাঁর কাছে রয়েছে। যে বা যারা এই মন্তব্য করবেন, তাঁদের অবিলম্বে হেফাজতে নিয়ে জেরা উচিত। এদের কাছে যদি তথ্যপ্রমাণ থাকে তাহলে তদন্তে দিক। আর যদি না থাকে, তাহলে এই ধরণের বিভ্রান্তি ছড়ানোর জন্য প্রকাশ্যে ক্ষমা চাক’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর