বাংলা হান্ট ডেস্কঃ কাঁথিতে (Contai) বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) নেতৃত্বে কাজু ব্যবসায়ীদের ওপর জুলুম চালাচ্ছে বিজেপির (BJP) একাংশ। সঠিকমত জিএসটি দিয়ে ব্যবসা চালালেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে আয়কর অভিযান চালানো হচ্ছে ব্যবসায়ীদের ওপর। দিন দিন ক্রমাগত বেড়েই চলেছে কেন্দ্রীয় এজেন্সি কেন্দ্রিক বিজেপির জুলুমবাজি। এসব বিস্ফোরক দাবিতেই এদিন কাঁথির অরবিন্দ স্টেডিয়ামে তৃণমূল (TMC) মুখপাত্র কুণাল ঘোষকে (Kunal Ghosh) অভিযোগ জানালেন কাজু ব্যবসায়ীরা।
শুধু তাই নয়, কাজু ব্যবসায়ীদের সাথেই কাজু শিল্পে নিযুক্ত শ্রমিকরাও এদিন অভিযোগ জানান তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদকের কাছে। বিজেপির বিরুদ্ধে আঙ্গুল তুলে তাঁরা বলেন, ‘‘বিজেপির জুলুমে গেরুয়া শিবির লাভবান হলেও ব্যবসায়ীরা চাপে পড়ে ব্যবসা গুটিয়ে নিলে না খেয়ে মরবো আমরা। কাজু শিল্পের স্বার্থে কেন্দ্রীয় এজেন্সির এই অত্যাচার বন্ধ না হলে আমরা বাঁচব না।’’
এরপরই কাঁথিতে ব্যবসায়ীদের সুবিধার্থে কাজু শিল্প বাঁচাও কমিটি গড়ে দিলেন কুণাল ঘোষ। বিজেপির জুলুমবাজি রুখতে দু’পক্ষের প্রতিনিধিদের নিয়ে আপাতত প্রাথমিকভাবে একটি কমিটি গড়ে তোলা হয়েছে। প্রসঙ্গত, রাজ্যে কাজু শিল্পের পীঠস্থান পূর্ব মেদিনীপুরের কাঁথিতে (Contai)। সেখানে শ্রমিক হিসেবে কাজে নিযুক্ত রয়েছেন কাঁথি, মালদহ, মুর্শিদাবাদ-সহ বিভিন্ন জেলার শ্রমিকেরা। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কয়েক হাজার ব্যবসায়ী এই শিল্পের সঙ্গে নিযুক্ত।
কিছুদিন পূর্বে বঙ্গে এসে পিছাবনি মোড়ে সভা করে রাজ্য সরকারকে একহাত নিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani)। এদিন সেই একই জায়গায় পাল্টা সভাপতি করে কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগেন কুণাল। তৃণমূল মুখপাত্র বলেন, ‘‘উনি বাংলায় এসে রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্পের বদনাম করেছেন তার প্রত্যেকটিকেই ওঁর কেন্দ্রীয় সরকার একাধিকবার দেশের সেরা পুরস্কার দিয়েছে। উনি গেরুয়া মঞ্চে উঠে বাংলাকে দেওয়া কেন্দ্রীয় সরকারের এই পুরস্কারগুলির বিষয়ে স্মৃতিভ্রষ্ট হন।’’