বাংলা হান্ট ডেস্কঃ ফুলবলই কাল হল। শনিবার প্রেস ক্লাব আয়োজিত ‘রিপোর্টার্স কাপ’ ফুটবলের (Football) ফাইনালে খেলতে নামেন তৃণমূল (TMC) মুখপাত্র। খেলার ময়দানেই হল বিপত্তি। পা ভাঙলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। এরপর তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসকরা জানান, পায়ের হাড় ভেঙেছে কুণালের।
ঠিক কী হয়েছিল? গতকাল কলকাতা রেফারি ক্লাবের মাঠে ‘রিপোর্টার্স কাপ’-এর ফাইনালের দ্বিতীয়ার্ধের খেলা চলছিল। সেই সময়েই আচমকা পায়ে চোট পেয়ে মাঠ সাইডলাইনে বসে থাকেন মুখপাত্র। প্রথমে খুব বেশি ব্যাথা অনুভব হচ্ছিল না তার। ভেবেছিলেন সামান্য চোট পেয়েছেন। তবে সময় গড়াতে থাকলে পায়ের যন্ত্রণাও বাড়তে থাকে। এরপরই তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।
সেখানেই চিকিৎসকরা জানান, তার বা পায়ের পায়ের হাড় ভেঙেছে। সেখানকার চিকিৎসকদের পরামর্শে আপাতত পায়ে প্লাস্টার করা হয়েছে কুণালের। জানা গিয়েছে আগামী বুধবার তার পায়ে অস্ত্রোপচার করা হবে। বা পায়ে প্লেট বসানো হবে বলেও জানিয়েছেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ।
এদিন নিজের অসুস্থতার কোথায় নিজেই ফেসবুকে জানান তিনি। ফেসবুকে জানান, ‘‘১৯৯৭ সাল থেকেই এতে (এই টুর্নামেন্টে) খেলছি… (পায়ের) এক্স রে হয়েছে। ফিবুলাতে বড় ফ্র্যাকচার।’’ পাশাপাশি তিনি জানান, চিকিৎসক সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় এবং পার্থ সরকারের সিদ্ধান্তে তার পায়ে প্লাস্টার হয়েছে।
কুণাল আরও জানান, বুধবার তার বা পায়ে অস্ত্রোপচার করে প্লেট বসানো হবে। আপনাদের আরও জানিয়ে রাখি, বর্তমানে চিকিৎসকদের পরামর্শে নিজের বাড়িতেই রয়েছেন তৃণমূল মুখপাত্র। প্লাস্টার হওয়ার পর তিনি বাড়ি ফিরে গিয়েছেন।