বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ঘটনা নতুন নয়। তবে সম্প্রতি নাকেলডাঙায় মেয়র ফিরহাদ হাকিমের সামনেই যেভাবে দলের গোষ্ঠী কোন্দলের ছবি প্রকাশ্যে এসেছিল তাতে রীতিমতো মুখ পুড়েছে রাজ্যের শাসক দলের। ঘটনার আঁচ বাড়তে থাকায় বেজায় ক্ষুব্ধ দলের শীর্ষ নেতৃত্বরাও। তবে এই ঘটনার আর কোনো পুনরাবৃত্তি চায় না রাজ্যের শাসক দল। এবার একথাই ভালো ভাবে বুঝিয়ে দিতে ৩৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সচিন সিং এবং দলের আরেক নেতা তথা কাউন্সিলরের বিরুদ্ধ গোষ্ঠীর নেতা পাপ্পু খানকে নিয়ে বৈঠকে বসেছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।
তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ড্যামেজ কন্ট্রোলে কুণাল (Kunal Ghosh)
শনিবার সন্ধ্যার ওই বৈঠকে দু’জনকে রীতিমতো তিরস্কার করেছেন তিনি (Kunal Ghosh)। সূত্রের খবর, ঘটনার দিন মেয়রকে ঘিরে নাকেলডাঙায় যা ঘটেছে, তা নিয়ে দু’পক্ষকেই ধমক দিয়ে তৃণমূল নেতা এদিন সাফ বলে দিয়েছেন, দু’জন যদি দ্রুত নিজেদের সমস্যা মিটিয়ে না নেন, তাহলে দলের তরফে কড়া অবস্থান নেওয়া হবে। এমনকি তাঁদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে দলের মধ্যে এই কর্মীদের রেখে দলের ভাবমূর্তি কোনওভাবেই নষ্ট করা হবে না।
আরও পড়ুন: ‘খোলাখুলি কিছুই বলা হয়নি…’ আরও এক দুর্নীতির ইঙ্গিত দিলেন শুভেন্দু! তোলপাড় বাংলা
পাপ্পু খানকে সতর্ক করে কুণাল বলেছেন (Kunal Ghosh) সচিন সিংয়ের কোনও কাজে যেন তিনি বাধা না দেন। স্পষ্ট বলা হয়েছে ওয়ার্ডের মধ্যে কোনও গোষ্ঠী থাকবে না। কুণালের কথায় একটাই গোষ্ঠী, মমতা বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী। স্বয়ং রাজ্যের রাজ্যের প্রশাসনিক প্রধান তথা মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মেয়রকে ঘিরে বিক্ষোভের বিষয়টি ভালভাবে নেননি, সেটাও এদিন সচিনকে খুব স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন কুণাল। পাপ্পু খানকে সতর্ক করে এও বলা হয়েছে, ওয়ার্ডের মধ্যে অবৈধ কাজকর্ম করলে কাউন্সিলরের দায়িত্বের মধ্যে পড়ে সেগুলি আটকানো। কাউন্সিলরকে যেন সে ব্যাপারে সাহায্য করা হয়।
অপরদিকে সচিনকেও ধমক দিয়ে বলা হয়েছে, ওয়ার্ডের মধ্যে দলের অনুষ্ঠানে একসাথে কাজ করতে হবে। আলাদা কোনো কর্মসূচির অনুমোদন দেবে না দল। এছাড়া যে ধরনের ঝামেলা হচ্ছে তাতে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এ দিন কার্যত ধমক দিয়ে কুণাল বুঝিয়ে দিয়েছেন, নারকেলডাঙার ঘটনা প্রকাশ্যে চলে আসায়, দলীয় নেতৃত্ব অত্যন্ত ক্ষুব্ধ। সেই কারণেই তিনি বৈঠকে করে দুজনের মধ্যে ঝামেলা মেটানোর চেষ্টা করেছেন।