বাংলা হান্ট ডেস্কঃ আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তারপরেই দিঘায় জগন্নাথ মন্দিরের (Jagannath Temple) উদ্বোধন। সোমবারই সেখানে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার মহাযজ্ঞ হয়েছে। মা-মাটি-মানুষের নামে পুজো দিয়েছেন তিনি। জগন্নাথ মন্দির উদ্বোধন উপলক্ষ্যে ইতিমধ্যেই সৈকত শহরে পৌঁছে গিয়েছেন একাধিক বিশিষ্ট অতিথি। আজ সেখানে যাওয়ার কথা আছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আর কে কে আমন্ত্রণ পেয়েছেন? এবার খোলসা করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।
মন্দির উদ্বোধনের আগেই সবটা জানালেন কুণাল (Kunal Ghosh)!
গতকাল নিজের এক্স হ্যান্ডেলে (পূর্বে টুইটার) আমন্ত্রিতদের তালিকা প্রকাশ করেন তৃণমূল নেতা। ইতিমধ্যেই তিনি নিজে দিঘায় পৌঁছেছেন। সৈকত শহরেই রয়েছেন সুজিত বসু, অরূপ বিশ্বাস, জুন মালিয়া সহ তৃণমূলের একাধিক হেভিওয়েট। তবে শুধু শাসকদলই নয়, বিরোধী শিবিরের বহু নেতাকেও এই উদ্বোধনী অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
উদ্বোধনে আমন্ত্রিত বিমান বসু, দিলীপ ঘোষ, প্রদীপ ভট্টাচার্যরা। চরম সৌজন্যের পরিচয় দিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী। pic.twitter.com/ZhpxnCszYj
— Kunal Ghosh (@KunalGhoshAgain) April 29, 2025
কুণাল বলেন, ‘পশ্চিমবঙ্গের সিনিয়র নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক প্রতিপক্ষ হলেও নজিরবিহীন সৌজন্য দেখিয়েছেন তিনি। যা কিনা রাজনীতির দুনিয়ায় বিরল। নানান পেশার নক্ষত্রদের পাশাপাশি এমন সৌজন্যও দেখিয়েছেন মুখ্যমন্ত্রী’।
আরও পড়ুনঃ সপ্তাহভর ঝড়বৃষ্টির পূর্বাভাস! দক্ষিণবঙ্গের কোন কোন জেলা ভিজবে? আবহাওয়ার খবর
জানা গিয়েছে, দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন উপলক্ষ্যে একাধিক বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে বিরোধীদের তরফ থেকে কারা কারা আজ হাজির হবেন সেটা পরিষ্কার নয়। তবে শেষ মুহূর্তে সূচি পরিবর্তন না হলে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাবেক সাংসদ দিলীপ ঘোষের (Dilip Ghosh) আসার কথা রয়েছে।
এদিন যখন মন্দিরের দরজা খুলে প্রকাশ্যে আসবেন জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রা, সেই মুহূর্তের সাক্ষী থাকতে পারেন দিলীপ ঘোষ। সঙ্গে থাকার কথা আছে তাঁর নববিবাহিতা স্ত্রী রিঙ্কু মজুমদারেরও। এক জনপ্রিয় সংবাদমাধ্যমের কাছে দিলীপ-পত্নী বলেন, ‘গিরিরাজ সিং যখন আমাদের বাড়ি এসেছিলেন, সেদিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোক পাঠিয়ে দিঘায় জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। যাওয়ার কথা তো ছিল। আজ উনি মুর্শিদাবাদ গিয়েছেন। রাতে ফিরবেন। কোনও পরিকল্পনা বদল না হলে আমরা কাল যাব’।
দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে আমন্ত্রিতদের প্রসঙ্গে বলার সময় কুণাল বলেন, ‘রাজনৈতিক প্রতিপক্ষ হলেও অনন্য সৌজন্যের নজির দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সিনিয়র নেতাদের তিনি আমন্ত্রণ জানিয়েছেন। বিমান বসু থেকে শুরু করে আরএসপি, সিপিআইয়ের নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন। বিজেপির সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী ও কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্যকে আমন্ত্রণ করেছেন। দিলীপ ঘোষও আমন্ত্রিত। তাঁর আসার কথা রয়েছে। না আসতে পারলে পরে সস্ত্রীক এসে ঘুরে যাবেন’।
উল্লেখ্য, দীর্ঘদিনের অপেক্ষা শেষে আজ দিঘার বুকে জগন্নাথ মন্দিরের উদ্বোধন হতে চলেছে। আমন্ত্রিতদের তালিকা দীর্ঘ। তবে বিরোধীদের তরফ থেকে আজকের অনুষ্ঠানে কে কে আসবেন সেটা এখনও স্পষ্ট নয়। তবে সস্ত্রীক দিলীপ ঘোষের আসার কথা রয়েছে। শেষ অবধি যদি বিজেপি নেতা না আসতে পারেন তাহলে স্ত্রী রিঙ্কুকে নিয়ে পরে ঘুরে যাবেন বলে জানিয়েছেন কুণাল (Kunal Ghosh)। বিরোধী দলগুলির তরফ থেকে আজকের উদ্বোধনী অনুষ্ঠানে কে কে আসেন সেটাই দেখার।