যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার! এক্স হ্যান্ডলে ফুঁসে উঠলেন কুণাল ঘোষ, লিখলেন, গায়ে হাত…

Last Updated:

বাংলা হান্ট ডেস্কঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার বৈঠক ঘিরে তুমুল উত্তেজনা। তৃণমূলের অধ্যাপক সংগঠনের বৈঠকের মাঝেই বিশ্ববিদ্যালয়ে চত্বরে ধুন্ধুমার। অভিযোগ, অধ্যাপক প্রদীপ্ত মুখোপাধ্যায়ের সঙ্গে যাদবপুরে (Jadavpur University) অসভ্য আচরণ করা হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা করে সরব হয়েছেন কুণাল ঘোষ (Kunal Ghosh)।

এক্স হ্যান্ডলে কুণাল লেখেন, ‘অধ্যাপক প্রদীপ্ত মুখোপাধ্যায়ের সঙ্গে যাদবপুরে অসভ্যতা। যারা অসভ্যতা করল, তাদের চিহ্নিত করে রাখা দরকার। তৃণমূলের সৌজন্য মানে দুর্বলতা নয়। গায়ে হাত দেবে কেন? সীমা পার করলে উপযুক্ত জবাব দেওয়া উচিত।’ বললেন তৃণমূল নেতা।

শনিবার WBCUPA-বামপন্থী ছাত্র সংগঠনের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়। শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয় চত্বরে পৌঁছালে তাকে ঘিরে চলে বিক্ষোভ। গাড়ি ভাঙচুর এমনকি ধেয়ে আসে জুতো! ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বামপন্থী পড়ুয়াদের হামলা শিকার হন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

দফায় দফায় সংঘর্ষ বাঁধে। তৃণমূলপন্থী কর্মী সংগঠনের অফিসে পর্যন্ত আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ! শিক্ষামন্ত্রীর গাড়িতে ভাঙচুরের পাশাপাশি গাড়ির বনেটে উঠে বিক্ষোভ দেখানো হয়। ঘটনার জেরে কোমর, ঘাড়, বাঁ হাতে চোট পান মন্ত্রী। তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসার জন্য।

হাসপাতাল থেকে বেরিয়ে মুখ খোলেন ব্রাত্য বসু। মন্ত্রীর অভিযোগ, ”ওদের ৪০ জনের সঙ্গে আমাকে দেখা করতে হবে বলে দাবি তুলেছিল। আমি বলেছিলাম, ৪ জনের সঙ্গে দেখা করব। সেখানে সবার সব কথা শোনা হবে। ওরা তা মানেনি। আমাদের অধ্যাপক-অধ্যাপিকাদের উপর হামলা চালায়। এসব উগ্র বামপন্থীদের কাণ্ড। এ কোন গণতন্ত্র?” প্রশ্ন তোলেন শিক্ষামন্ত্রী।

আরও পড়ুন: চার সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিন! ফের অ্যাকশনে বিচারপতি সিনহা, এল কড়া নির্দেশ

বিকেলে ব্রাত্য বসুকে দেখতে এসএসএকেএমে পৌঁছান তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। অভিযোগ, ”বিশ্ববিদ্যালয়ের অসভ্যতা হয়েছে। শিক্ষামন্ত্রী আলোচনার রাস্তা খুললেও হামলাকারীরা তাণ্ডব করেছে।”

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X