‘ভালো কর্মী না হলে ভালো নেতা বা নেত্রী হওয়া কঠিন!’ এবার কুণালের নিশানায় কে?

বাংলা হান্ট ডেস্কঃ সোশ্যাল মিডিয়ায় বরাবরই দারুন সক্রিয় তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সামাজিক জীবন থেকে রাজনৈতিক জীবন যে কোনো বিষয়েই পরামর্শ দিতে পিছপা হন না তিনি। বিগত বেশ কিছুদিন ধরেই তৃণমূলের অন্দরে চলছে রদবদলের জল্পনা। এই পরিস্থিতিতে কারও নাম না করে সোশ্যাল মিডিয়ায় একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন এই তৃণমূল নেতা।

নাম না করে কাকে নিশানা করলেন কুণাল (Kunal Ghosh)?

মাটিতে পা রেখে চলার পরামর্শ দিয়ে এদিন তিনি (Kunal Ghosh) বলেছেন এখনকার দিনের ফেসবুক, ইউটিউব এককথায় সোশ্যাল মিডিয়ার দরকার আছে ঠিকই, কিন্তু মাটিতে পা দেখে চলাই জনসংযোগ এবং জনপরিষেবার আসল মন্ত্র। ভালো কর্মী না হলে ভালো নেতা কিংবা নেত্রী হওয়াও কঠিন বলে জানিয়েছেন তিনি। কিন্তু কার উদ্দেশ্যে তাঁর এই ইঙ্গিতপূর্ণ পোস্ট? তা নিয়েই এবার তৈরী হয়েছে জল্পনা।

স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বেশ সাসপেন্স বজায় রেখেই,কারও নাম না নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুণাল ঘোষ (Kunal Ghosh) এদিন লিখেছেন,‘আজকের দিনে ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া একশোবার দরকার। কিন্তু মাটিতে পা রেখে মূল জনসংযোগ, জনপরিষেবা হল আসল মন্ত্র।’ কারণ তিনি মনে করেন এখনকার দিনে সাধারণ মানুষ খুব সচেতন। তাই তাঁরা ভালোই বোঝেন কোনটা প্রচারের জন্য আর কোনটা দশজনের সঙ্গে মিশে গিয়ে একশজনের জন্য কাজ।

আরও পড়ুন: বহিরাগত ঠেকাতে বিশেষ আই কার্ড চালু করল NRS মেডিক্যাল! কাজ করবে কীভাবে?

কুণালের কথায়, ‘সংগঠনের প্রতি আনুগত্য, সাংগঠনিক কাজ, সামাজিক কাজ আর প্রচারের সুষম মিশ্রণ না হলেই ভারসাম্যের অভাব থেকে যায়। আর তখনই গোলমাল হয়।’ তিনি মনে করেন, ‘ভালো কর্মী না হলে ভালো নেতা বা নেত্রী হওয়া কঠিন’। তবে একইসাথে তিনি মনে করিয়ে দিয়েছেন একথা শুধু রাজনৈতিক দলের জন্য নয়, কর্মক্ষেত্রের বিভিন্ন শাখাতেও একই কথা প্রযোজ্য। সবশেষে তিনি লিখেছেন,’যোগ্য নেতৃত্বের সাফল্যের চাবিকাঠি হল তাঁর কর্মিজীবনের অভিজ্ঞতার বাস্তবমুখী সময়োপযোগী প্রয়োগ।’

Kunal Ghosh

সোশ্যাল মিডিয়ায় তাঁর এই পোস্টের কমেন্ট সেকশনে উপচে পড়েছে মন্তব্যের বন্যা। তবে বিরোধীরা তাঁর এই পোস্ট দেখে বিশেষ পাত্তা দিতে চাননি। উল্টে বলা হয়েছে কুণাল নিজেই সোশ্য়াল মিডিয়ার মাধ্যমে ভেসে থাকার চেষ্টা করেন। বিজেপি কাউন্সিলর সজল ঘোষ এপ্রসঙ্গে বলেছেন, ‘ওদের পোস্ট নিয়ে কিছুই বলার নেই। ওদের সুপ্রিমো নিজেই বলতে থাকেন আমি সুপ্রিমো…আমি সুপ্রিমো…। ওর তো আর কোনো কাজ নেই। ফেসবুকই জীবন। কোনো না কোনো বিতর্কিত মন্তব্য করে নিজেকে ভাসিয়ে রাখতে চান।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর