দিঘায় আমিষ খাওয়ায় নিষেধাজ্ঞা! দাবি সিপিএমের! লাঞ্চের ছবি শেয়ার করে ‘সত্যি’টা জানালেন কুণাল

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বুধবার দিঘায় জগন্নাথ ধামের (Jagannath Temple) দ্বারোদ্ঘাটন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবারই সেখানে পৌঁছে গিয়েছিলেন তিনি। গতকাল সকালে বিগ্রহে প্রাণপ্রতিষ্ঠার পর দুপুরে শুভ ক্ষণে দ্বার উন্মোচন করেন মুখ্যমন্ত্রী। এদিকে এই আবহেই সিপিএমের মুখপত্র গণশক্তির প্রতিবেদনে দাবি করা হয়, মন্দির উদ্বোধনের জন্য দিঘায় দু’দিন আমিষ নিষেধ। সত্যিই কি তাই? এবার সোজা মধ্যাহ্নভোজের ছবি শেয়ার করে জবাব দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। ‘সিপিএম এখন হতাশার বিষ ছড়াতে মরিয়া’, দাবি তৃণমূল নেতার।

সিপিএমের দাবির পাল্টা দিলেন কুণাল (Kunal Ghosh)!

রিপোর্ট বলছে, গণশক্তির প্রতিবেদনে লেখা হয়েছিল, দিঘায় অঘোষিত কার্ফু রয়েছে। মাছ, মাংস, ডিম খাওয়া যাবে না। হোটেলের বাইরে কেউ বেরোতে পারবেন না। স্থানীয় বিধায়ক অখিল গিরি নাকি নিরামিষ খাওয়ার এই নির্দেশিকার কথা মেনে নিয়েছেন। দু’দিন গেলে ফের আমিষ খাওয়া যাবে বলে জানান তিনি। সংশ্লিষ্ট প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছিল।

ওই প্রতিবেদনে আরও দাবি করা হয়, আমিষ খাওয়া নিয়ে দু’দিনের নিষেধ থাকলেও, দিঘায় মদ বিক্রিতে কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি। এদিকে মন্দির উদ্বোধনের আবহে এই ধরণের ‘আয়োজনে’ আরএসএস খুশি বলেও দাবি করে ওই প্রতিবেদন। এই নিয়ে জোর শোরগোল পড়ে যায়। কারণ দিঘায় ছুটি কাটাতে যান বহু মানুষ। সেক্ষেত্রে খাবারদাবারে যদি এমন নিষেধাজ্ঞা থাকে, তাহলে তো ভীষণ চাপ! এই পরিস্থিতিতে ‘আসল সত্যি’ জানালেন তৃণমূল নেতা কুণাল।

আরও পড়ুনঃ ২% হারে DA বাড়াল সরকার! ‘এই’ রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর! বকেয়া নিয়েও বড় ঘোষণা

বুধবার দুপুরে নিজের সমাজমাধ্যমে একটি ছবি শেয়ার করেন তৃণমূলের (Trinamool Congress) রাজ্য সাধারণ সম্পাদক। মধ্যাহ্নভোজের সেই ছবিতে দেখা যাচ্ছে, পমফ্রেট মাছ দিয়ে ভাত খাচ্ছেন কুণাল। পাতে রয়েছে পেঁয়াজও। ক্যাপশনে লেখা, ‘সিপিএম ও গণশক্তির জন্য: বুধবার, এখন দিঘাতে লাঞ্চ। পমফ্রেট মাছসহ। আপনাদের কুৎসা: এখানে আমিষ বন্ধ ও মুসলমানদের বেরনো নিষিদ্ধ, মানুষ হাসছেন’।

তৃণমূল (TMC) নেতা জানান, কিছু কিছু সংস্থা, সমিতির তরফ থেকে জগন্নাথ মন্দির উদ্বোধন উপলক্ষ্যে নিরামিষ খাওয়ার আবেদন জানানো হয়েছে। অনেকেই নিরামিষ খাচ্ছেন। তবে কারোর ওপর কিছু চাপিয়ে দেওয়া হয়নি। যাদের আমিষ খেতে ইচ্ছা হচ্ছে, তাঁরা আমিষ খাবার খাচ্ছেন বলে জানান কুণাল।

Kunal Ghosh

এখানেই না থেমে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক আরও লেখেন, ‘হিন্দু, মুসলমান, খ্রিস্টান সহ দিঘা পর্যটনে, রাস্তায়, সাগরতটে সবাই রয়েছেন। খেজুরির যুবনেতা জালালের সঙ্গে আমিই তো রাতে রাস্তায় আড্ডা মারলাম, চা খেলাম। আরও পরিচিত মুসলমান রয়েছেন। কারা বলছে দিঘায় মুসলমানদের বেরনো বারণ? সিপিএম এখন হতাশার বিষ ছড়াতে মরিয়া’।

উল্লেখ্য, দীর্ঘ প্রতীক্ষা শেষে গতকাল জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। সোমবার থেকে সেখানে থাকার পর আজ সকালে কলকাতা ফিরেছেন মমতা। মন্দির উদ্বোধন উপলক্ষ্যে কুণালও (Kunal Ghosh) বেশ কয়েকদিন সৈকত শহরে ছিলেন। সেখান থেকেই আমিষ/নিরামিষ খাবার সংক্রান্ত সিপিএমের দাবি উড়িয়ে দিয়েছেন তিনি।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X