বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূলের (Trinamool Congress) রাজ্য সাধারণ সম্পাদক তিনি। সমাজমাধ্যমে বেশ সক্রিয় থাকেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। নানান ইস্যুতে সেখানে নিজের মত প্রকাশ করতে দেখা যায় তাঁকে। এবার সেই কুণালকেই নেটাগরিকদের একাংশের কটাক্ষের মুখে পড়তে হল। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে একটি পুরনো ছবি শেয়ার করতেই সারদা কাণ্ড নিয়ে খোঁচা খেতে হল তাঁকে।
সারদা নিয়ে কুণালকে (Kunal Ghosh) খোঁচা নেটাগরিকদের!
রবিবাসরীয় সকালে নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) একটি ছবি শেয়ার করেন তৃণমূল নেতা। ক্যাপশনে লেখা, ‘২০১১, রবীন্দ্রসদন’। ছবিতে দেখা যাচ্ছে, পাশাপাশি বসে রয়েছেন মমতা ও কুণাল। তৃণমূল নেত্রী একমনে নিজের মোবাইল ফোনে কিছু দেখছেন। অন্যদিকে কুণাল আকাশের দিকে তাকিয়ে। প্রায় দেড় দশক পুরনো এই ছবি শেয়ার করেই নেটাগরিকদের একাংশের খোঁচা খেতে হয় তৃণমূল নেতাকে।
2011, রবীন্দ্রসদন। pic.twitter.com/zxkyRsjOc7
— Kunal Ghosh (@KunalGhoshAgain) March 16, 2025
কেউ লিখেছেন, ‘সারদার সিইও এবং সারদার সবচেয়ে বড় সুবিধাভোগীর জোড়ি’। কারোর আবার প্রশ্ন, ‘সারদার বড় বেনিফিশিয়ারিটা কে?’ আরেকজন নেটাগরিকের আবার অনুরোধ, বস কালিম্পংয়ে একটা দিন না। কুণালের পোস্টে এমনই নানা কমেন্টে দানা বেঁধেছে বিতর্ক।
আরও পড়ুনঃ ভ্যাপসা গরম অতীত! এবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস! কোন কোন জেলা ভিজবে?
এদিকে গতকাল বিকেলে আবার তৃণমূলের (TMC) সর্বস্তরের নেতৃত্বের সঙ্গে একটি মেগা বৈঠক ডেকেছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ভার্চুয়াল বৈঠকে একাধিক নির্দেশ দিয়েছেন তৃণমূল সেনাপতি। সেই বৈঠকেরও ছবি নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক।
কুণাল (Kunal Ghosh) ক্যাপশনে লিখেছেন, ‘ভোটার তালিকার স্ক্রুটিনি নিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বৈঠক ও নির্দেশনামা। মূল বক্তা সর্বভারতীয় সাধারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি’।